ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাব: বিগ বি

দিলশাদ জাহান এ্যানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুন ১৪, ২০১১

বলিউডের দি গ্রেট বিগ বি আবার নতুন অবয়বে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। শিগগিরই মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চন অভিনীত পর পর দুটি ছবি ।

‘বুদ্ধা হোগা তেরা বাপ’ ছবিটি নিয়ে বিগ বি আসছেন ১ জুলাই এবং বিগ বির অপর ছবি ‘আরাকশন’ আসছে ১২ আগস্ট।

দুটি ছবিই মুক্তির আগেই আলোচনায় চলে এসেছে এবং অনেকেই বলছেন ছবি দুটি হিট হবে তাতে কোন সন্দেহ নেই।

বলিউডের জীবন্ত কিংবদন্তি ৬৮ বছর বয়সী এই মেগাস্টার সম্প্রতি এক সাক্ষাৎকাওে সাংবাদিকদের বলেছেন, ‘তুমি কাজ করতে চাইলে বয়স কিছুই না। যদি শরীর, চেহারা, কণ্ঠ ঠিক থাকে।   তিনি আরো বলেন, অভিনয় আর খেলার মধ্যে একধরণের মিল আছে। খেলোয়াড়রা যেমন আহত হলে খেলতে পারেন না, তেমনি আমরা অভিনয়শিল্পীরাও শারীরিক অসুস্থতায়  অভিনয় করতে পারি না। আমি কথা দিচ্ছি, যতদিন সুস্থ আছি কাজ করে যাব। ’

এই মেগাস্টার আরো বলেছেন, ‘আমার এই বয়সে অনেকেই বিভিন্ন সমস্যায় ভোগেন, কিন্তু আমি এখনো নির্বিঘেœ কাজ করে যাচ্ছি এবং মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাব’। সবশেষে তিনি সাংবাদিকদের মজা করে বলেন, ‘বুদ্ধা হোগা তেরা বাপ’।

বাংলাদেশ সময় ২০২০, জুন ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।