ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘মাকড়সা’র উদ্বোধনী প্রদর্শনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, জুন ১২, ২০১১

ঢাকার মঞ্চে যাত্রা শুরু করেছে নতুন দল ‘থিয়েটার পুণ্যভূমি’। ‘শিল্পভূমির শৈল্পিক কর্ষণ’ এই শ্লোগানকে সামনে নিয়ে নাট্য সংগঠনটির প্রতিষ্ঠিত হয় চলতি বছর ৮ জানুয়ারি।

সংগঠনটির প্রথম প্রযোজনা ‘মাকড়সা’ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হলো ১১ জুন শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে।

‘মাকড়শা’ নাটকটি রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান । লোকজ বর্ননাত্বক রীতির এই নাট্যপ্রযোজনার নির্দেশনা দিয়েছেন সংগঠনের আহ্বায়ক জুলফিকার হুসাইন সোহাগ।

মহানন্দপুর নামের একটি গ্রামের প্রেক্ষাপটে ‘মাকড়সা’ নাটকটি রচিত হলেও এতে উঠে এসেছে সাধারণ মানুষদের অসহায়ত্বের কথা। গ্রামের বৃদ্ধ মাতব্বর ভগবান দাস। মাকড়সার মতো তার বানানো জালে বন্দী তার যুবতী স্ত্রী বিন্দেদাসীসহ গ্রামের নমচাষারা। একরাতের কীত্তনের আসরে কীত্তনিয়া যুবকের প্রেমে পড়ে বিন্দেদাসী। গ্রামের নমচাষারা একসময় ভগবানের জাল থেকে মুক্ত হওয়ার জন্য মহন্ত দাসের কাছে ধরনা দেয়। কীত্তনিয়া যৃবকের হাত ধরে বিন্দেদাসীও হাজির হয় মহন্তদাসের ঘরে। কিন্তু মহন্তদাস বুনে আরেক নতুন জাল। সেই জালে ধরা দেয় এইসব নিরীহ সহজ সরল মানুষগুলো। মহন্তদাসের ধুতির সাথে বাঁধা পড়ে বিন্দেদাসীর আঁচল। মহানন্দপুরের খেটে খাওয়া নমচাষাদের মতো সাধারণ মানুষরাও সবসময় এক জাল থেকে মুক্ত হয়ে ধরা দেয় আরেক জালে।

নাটকটিতে বিন্দেদাসী চরিত্রে অভিনয় করছেন স্বর্ণ পারুল। এছাড়া কীত্তনিয়া চরিত্রে জুলফিকার হুসাইন সোহাগ, ভগবানদাস চরিত্রে মাহমুদুল হাসান মিথেন ও জুবায়ের মোস্তফা এবং মহন্তদাস চরিত্রে অভিনয় করছেন জোবায়ের আসাদ। কথক ও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আব্দুল মাজেদ, সোহাগ আশরাফ, বিউটি আকবর, স্নিগ্ধা সাথী, জিপু বিশ্বাস, মাহবুব লেমন, সাগর আচার্য্য, ম হ সাগর, খাইরুল ওয়াসিম, পার্থ রায় অন্তর, শাহনাজ শানু, আহসান শ্রাবন প্রমুখ। মঞ্চ পরিকল্পনা করেছেন ফজলে রাব্বী সুকর্ণ এবং আলোক পরিকল্পনা করেছেন নাজিব মাহফুজ। এ ছাড়া কোরিওগ্রাফী নির্দেশনা দিয়েছেন সাগর আচার্য্য।

বাংলাদেশ সময় ২৩৩০, জুন ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।