ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কন্যার মা শ্রাবন্তী

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, জুন ১১, ২০১১

নাটকে বা টেলিফিল্মে নয়, বাস্তবেই কন্যা সন্তানের মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী-মডেল শ্রাবন্তী। ১০ জুন শুক্রবার যুক্তরাষ্টের নিউ জার্সি শহরের জার্সি মেডিক্যল সেন্টারে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় তার কন্যা সন্তানটি পৃথিবীর আলো দেখে।

শ্রাবন্তীর স্বামী এনটিভি’র অনুষ্ঠান ব্যবস্থাপক খোরশেদ আলম ফোনে আবেগ আপ্লত কন্ঠে বাংলানিউজকে বাবা হওয়ার সুসংবাদটি জানিয়েছেন।

খোরশেদ আলম জানান, মা ও মেয়ে দুজনই এখন সুস্থ আছে। এরই মধ্যে মেয়ের নামও তারা রেখে ফেলেছেন। আটপাউন্ড ওজনের সদ্যজাত শিশুটির নাম রাখা হয়েছে রাবিয়া আলম রায়া। তিনি আরো জানান, কয়েকদিন পরেই তিনি দেশে ফিরে এলেও শ্রাবন্তী তার নবজাত কন্যাকে নিয়ে দেশে ফিরবেন তিন মাস পর।

চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শ্রাবন্তী আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়েন। তিনি সেখানে নিউজার্সি শহরে তার বড় বোনের বাসায় উঠেছেন।

শোবিজের একসময় ঝড় গ্ল্যামারগার্ল ইপ্সিতা শবনম শ্রাবন্তী ব্যক্তিগত জীবনের খেয়ালীপনার কারণে ক্রমশ পিছিয়ে পড়েন। গায়ক পার্থ বড়–য়াকে ভালোবেসে বিয়ে করলেও সেই সংসার বেশিদিন টিকে নি। বরং সেই দাম্পত্য জীবনের অশান্তি তার ঝলমলে ক্যারিয়ারকে করে দেয় এলোমেলো। এমনি অবস্থায় গতবছর ২৯ সেপ্টেম্বর কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই বিয়ে করেন খোরশেদ আলমকে।

এই বিয়ের পর খেয়ালী স্বাভাবের শ্রাবন্তী নিজেকে পুরোপুরি পাল্টে ফেলেন। কমিয়ে দেন মিডিয়ার কাজ। সংসারের প্রতিই বেশি মনোযোগ দেওয়া শুরু করেন। হয়ে উঠেন অনেকটা ঘরমুখো। প্রথমবারের মতো তিনি হয়েছেন একজন গর্বিত মা।

বাংলাদেশ সময় ২৩৪০, জুন ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।