ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সেলিনা গোমেজের নতুন রোমান্স

দিলশাদ জাহান এ্যানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, জুন ১০, ২০১১

হলিউডের টিনেজ সেলিব্রিটি সেলিনা গোমেজ প্রায়ই আলোচনায় উঠে আসছেন। কখনো সবচেয়ে কম বয়সে অসাধারণ অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড পেয়ে, আবার কখনোবা এই বয়সেই বার বার প্রেমিক পরিবর্তন করে।



হলিউডে গুঞ্জন  শোনা যায়, ১৮ বছর বয়সেই সেলিনা গোমেজ প্রেমিক পরিবতর্নে বেশ পারদর্শী হয়ে উঠেছেন। বিখ্যাত ছবি ‘টোয়ালাইট সাগা’-র অভিনেতা টেইলর লান্টার সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করেছিল মুখরোচক আলোচনা। সেই আলোচনার রেশ ফুরানোর আগেই সেলিনা প্রেমিক হিসেবে বেছে নেন নিক জোনাসকে।

কিছুদিন ধরে শোনা যাচ্ছে, সেলিনা ও নিক জোনাসের ছাড়াছাড়ি হয়ে গেছে। এই একাকীত্বের সময়ে সেলিনার পাশে ছিল তার ঘনিষ্ঠ বন্ধু মিউজিক স্টার জাস্টিন বাইবার। এরই মধ্যে তাদের বন্ধুত্বের সম্পর্কটি রূপান্তরিত হয়েছে প্রেমে। জাস্টিন বর্তমানে সেলিনার নতুন প্রেমিক । এই জুটি প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও এখন তারা প্রকাশ্যেই চলাফেরা করছেন।

সম্প্রতি ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে জাস্টিন একটি ক্যাটগরিতে বিজয়ী হন। জাস্টিনের নাম ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে সেলিনা গোমেজ তাকে জড়িয়ে ধরেন এবং তাদের প্রকাশ্যে একে অন্যকে চুম্বন করেন। এছাড়াও কিছুদিন আগে জাস্টিনের পরিবারের সঙ্গেও ছুটি কাটিয়ে এসেছেন সেলিনা গোমেজ।

বাংলাদেশ সময় ২৩৫০, জুন ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।