ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পপসম্রাট আজম খানের কুলখানী অনুষ্ঠিত

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুন ৯, ২০১১

পপসম্রাট ও বীর মুক্তিযোদ্ধা আজম খানের কুলখানীতে সহকর্মী শিল্পী, সংস্কৃতি কর্মী, ভক্ত-অনুরাগীসহ কয়েক হাজার মানুষ একত্রিত হয়েছিল শিল্পীর কমলাপুরের জসিম উদ্দিন রোডের বাসভবনে।  ১০ জুন শুক্রবার বাদ আসর সম্পূর্ণ পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পপগুরু আজম খানের  কুলখানী।

এতে উপস্থিত জনতা ভেজা চোখে দু`হাত তুলে সৃষ্টিকর্তার কাছে পপগুরুর রূহের মাগফেরাত কামনা করেন।  

কুলখানীতে যোগ দেওয়া অনেকেই অকুতোভয় মুক্তিযোদ্ধা পপগুরু আজম খানের প্রতি সম্মান প্রদর্শনে সরকারী উদাসিনতায় ক্ষোভ প্রকাশ করেন।

সিএমএইচের আইসিইউতে ৫ জুন রোববার সকাল সাড়ে নয়টায় আজম খান মৃত্যুবরন করেন। ৬ জুন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশ সময় ১৯১০, জুন ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।