ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড ২০১১

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুন ৭, ২০১১

বৈশাখী টেলিভিশনের আয়োজনে বাংলাদেশের বিনোদন জগতে বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড ২০১১’ শীর্ষক এই আয়োজনে ১২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।



‘ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড ২০১১’-এর  মনোনয়ন প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে । আগামী ২৩ জুন অনুষ্ঠিত হবে অ্যাওয়াডের্র গ্রান্ড ফিনালে অনুষ্ঠান। এসএমএসের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন চলবে ১৫ জুন পর্যন্ত ।

বৈশাখী টেলিভিশনে মনোনয়ন পাওয়া তারকাদের নিয়ে  শুরু হয়েছে  বিশেষ আড্ডার। ৩ জুন থেকে ২২ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে  বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে আড্ডার এই অনুষ্ঠান। ফারহানা নিশোর উপস্থাপনায় মনোনিত তারকার সঙ্গে আড্ডায় অংশ নিচ্ছেন একজন বিনোদন সাংবাদিক।

বাংলাদেশ সময় ২০১০, জুন ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।