ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শূন্যে ঝাঁপ দিচ্ছেন অক্ষয় কুমার

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুন ৬, ২০১১

বলিউডের হার্টথ্রুব হিরো অক্ষয় কুমার কমেডি ছবি ‘হাউসফুল’-এ অভিনয় করে পেয়েছিলেন দারুণ সাফল্য। এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে পরিচালক সাজিদ খান ডানপিটে অভিনেতা অক্ষয় কুমারকে নিয়েই তৈরি করছেন ছবিটির সিক্যুয়েল ‘হাউজফুল-২’।

এ ছবিতে অক্ষয়কে দেখা যাবে বিমান থেকে শুন্যে ঝাঁপ দিতে। দুরন্ত অক্ষয় এ ক্ষেত্রে কোনো ডেমো ব্যবহার করতে রাজি নন, তিনি নিজেই শূন্যে ঝাঁপিয়ে পড়ার ঝুঁকিপূর্ণ দৃশ্যে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন।

লন্ডন শহরের একটু দূরে ‘হাউসফুল-২’ ছবিটির শুটিংয়ের জন্য সেট তৈরি করেছেন পরিচালক সাজিদ খান। এই সেটেই অক্ষয় কুমারের শূন্যে ঝাঁপ দেওয়ার দৃশ্যটির চিত্রায়ণ করা হবে। এই দৃশ্যটির শুটিংয়ের সময় কয়েক হাজার দর্শককে সেটে রাখতে চান পরিচালক সাজিদ খান। এ বিষয়ে তিনি বলেন, ছবির গল্পের প্রয়োজনেই বিমান থেকে শূণ্যে লাফিয়ে পড়ার দৃশ্যটি রাখা হয়েছে। আমরা এই দৃশ্যটি গুরুত্বের সঙ্গে ধারণ করতে চাই। এজন্য সেটে থাকবে ৬টি ক্যামেরা। শূন্যে ঝাঁপ দেওয়ার দৃশ্যটির শুটিংয়ে উপস্থিত থাকা দর্শকদের প্রতিক্রিয়াও  ধারন করা হবে।

পরিচালক সাজিদ খান আরো বলেন, চ্যালেঞ্জিং শট দিতে অক্ষয় আগ্রহী সবসময়ই। এতে ঝুঁকি আছে জেনেও সে ডেমো ব্যবহারে রাজি নয়। এই ঝুঁকিপূর্ণ শটে স্বেচ্ছায় অংশ নেওয়ার আগে অক্ষয়ের কাছ থেকে আমরা প্রয়োজনীয় কাগজপত্রে সাক্ষর নিয়ে রেখেছি।

চ্যালেঞ্জিং হিরো অক্ষয় কুমার কোনো শটে ডেমো ব্যবহার মোটেও পছন্দ করেন না। যে কোনো ছবির ঝুঁকিপূর্ণ শটগুলো নিজে করার প্রতি তার তুমুল উৎসাহ। এর আগে রিয়েলিটি শো ‘ক্ষাত্র কা খিলাড়ি’-তে অক্ষয় তার দুঃসাহসিকতার প্রমাণ দিয়েছেন। তবে এতো উঁচু থেকে শূন্যে ঝাঁপ দেওয়ার দৃশ্যে এবারই প্রথম তিনি অংশ নিতে যাচ্ছেন।
 
পরিচালক সাজিদ এ দৃশ্যটি চিত্রায়নের সময় বেশ কজন সেলিব্রিটিকে শুটিং স্পটে  উপস্থিত রাখতে চান। দৃশ্যটি ধারণের সময় স্পটে উপস্থিত থাকবেন রিতেস  দেশমুখ, আসীন, রিশি কাপুর ও চাঙ্কি পান্ডে। প্রযোজক নান্দিদওবালাকে এ সময় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সাজিদ খান।

‘হাউসফুল-২’ ছবিতে অক্ষয় ছাড়াও আরো থাকছেন জন আব্রাহাম, শ্রেয়াস তালপাড়ে, মিঠুন চক্রবর্তী, জেকলিন ফার্নাদেস, জনি লিভার সহ আরো অনেকে। ছবিটি ২০১২ সালের গ্রীষ্মে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজকের।

 বাংলাদেশ সময় ২০৩৫, জুন ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।