ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘সঙ্গে রবীন্দ্রনাথ’-এর ভিসিডি প্রকাশনা

দিলশাদ জাহান এ্যানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুন ২, ২০১১

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী এ বছর পঁচিশে বৈশাখ পূর্ণ হয়েছে। এ উপলক্ষে চ্যানেল আই বিভিন্ন অনষ্ঠানের আয়োজন করেছিল।

তারই ধারাবহিকতায় ২ জুন দুপুরে এক সংবাদ সম্মেলনে ঘোষনা করা হয় কবিগুরু রবীদ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই-তে প্রচারিত বিশেষ অনুষ্ঠান অটবি নিবেদিত ‘সঙ্গে রবীন্দ্রনাথ’-এর ভিসিডি প্রকাশ হয়েছে।

চ্যানেল আইয়ের তেজগাঁও কার্যালয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ভিসিডির প্রকাশনা ও মোড়ক উন্মোচন করা হয়। এই প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য কথাসাহিত্যক রাবেয়া খাতুন, কন্ঠশিল্পী ফাহমিদা খাতুন, রেজওয়ানা চৌধুরী বন্যা, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও অটবির সিইও সাব্বির খান। এসময় তারা ভিসিডি সম্পর্কে বক্তব্য রাখেন। এরপর ভিসিডির কিছু অংশ উপস্থিত অতিথিদের দেখানো হয়।

শ্রীলংকার বিভিন্ন মনোরম লোকেশনে এই ভিসিডির চিত্রায়ন হয়েছে এবং এতে রেজওয়ানা চৌধুরী বন্যার কন্ঠে রয়েছে পাঁচটি রবীন্দ্র সংগীত। গানগুলি হলো অনেক দিনের মনের মানুষ, তার বিদায় বেলার মালাখানি, কোন খেলা যে খেলব কখন, ভুলে যায় থেকে থেকে ইত্যাদি। শ্রীলংকায় চিত্রায়ন প্রসঙ্গে ‘সঙ্গে রবীন্দ্রনাথ’-এর নির্মাতা আফজাল হোসেন ও শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা জানালেন বেশ কয়েকবার কবিগুরু সেখানে গিয়েছেন এবং তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে যা এই ভিসিডিতে পাওয়া যাবে।

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেছেন, কবিগুরু জাপানেও ভ্রমণ করেছেন এবং আমরা পরবর্তীতে জাপানের পটভূমি ও রবীন্দ্রনাথকে নিয়ে আরেকটি কাজ করব।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইমদাদুল হক মিলন। ইমপ্রেস অডিওভিশনের ব্যানারে ভিসিডিটি সারাদেশে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময় ১৯৩০, জুন ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।