ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

৬৪ তম কান উৎসবে পালমে দি’ওর পেল ‘দি ট্রি অব লাইফ’

দিলশাদ জাহান এ্যানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, মে ২৩, ২০১১

৬৪তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব শেষ হলো সম্মানজনক অ্যাওয়ার্ড পালমে দি’ওর প্রদানের মধ্য দিয়ে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবারের পালমে দি’ওর জিতে নিয়েছে টেরেন্স মালিকের ব্যয়বহুল ছবি ‘দি ট্রি অব লাইফ’।


এই ছবিটি অ্যাওয়ার্ডের জন্য জমা পড়া ‘ওয়ান্স আপন এ টাইম ইন এ্যানাটোলিয়া’ ও ‘দি কিড উইদ এ বাইক’ ছবি দুটো সঙ্গে  তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে পালমে দি’ওর অ্যাওয়ার্ড জিতে নেয়।

পালমে দি’ওর অ্যাওয়ার্ড বিভাগে এবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিয়েছেন পরিচালক লার্স ভনের ‘মেলানকোলিয়া’-এর ক্রিস্টেন ডান্সট্ এবং শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মিশেল হাজানাভিসিয়াসের ‘দি আর্টিস্ট’ ছবির জিন দুজারদিন।   শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন নিকোলাস উইনডিং তার ‘ড্রাইভার’ ছবিটির জন্য। শর্ট ফিল্ম পালমে দি’ওর জিতেছে মেরিনা ভ্রদারের ‘ক্রস’ ছবিটি।

বিশেষ জুরি পুরস্কার পেয়েছে নারী নির্মাতা মেইওয়েন এর ‘পুলিস’ ছবি । পালমে দি’ওর  রানার আপ হয়েছে দুটি ছবি-  নুরি বিলজে সেইলানের ‘ওয়ান্স আপন এ টাইম ইন এ্যনাটোলিয়া’ ও জিন পিয়েরীর ‘দি কিড উইদ এ বাইক’।

বাংলাদশে সময় ১৮৪৫, মে ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।