ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কান উৎসবে বিদায়ের সুর

রবাব রসাঁ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মে ২২, ২০১১

কান চলচ্চিত্র উৎসবের ৬৪তম আসরটি ১২ দিন আগে বসেছিল ফ্রান্সের কান শহরে। এখন বাজছে এর বিদায়ের সুর।

২২ মে রাতে বসবে সমাপনী আসর। তাই জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। সবার উৎসুক চোখ ‘পালমে দি’ওর’ দিকে। না, এখনো ঘোষণা হয়নি, কার ঝুলিতে যাবে উৎসবের সেরা ছবির পুরস্কার। তবে এটি জানা যাবে আর কয়েক ঘণ্টা পরই।

ফরাসি ছবি ‘মিডনাইট ইন প্যারিস’ দেখিয়ে উৎসব শুরু করা হয়েছিল আর শেষ করা হবে আরেকটি ফরাসি ছবি দেখিয়ে। এর নাম ‘দ্য বিলাভেড’। উদ্বোধনী ছবির পরিচালক ছিলেন উডি অ্যালান আর সমাপনী ছবির পরিচালক হলেন ক্রিস্তফ অঁরে। তবে ছবি দুটির কোনোটিই ‘প্রতিযোগিতা’ বিভাগে নেই।

প্রতিযোগিতা বিভাগ

এবারের উৎসবের প্রধান পুরস্কার ‘পালমে দি’ওর’-এর প্রতিযোগিতা বিভাগে আছে ২০টি ছবি। উৎসবে অংশগ্রহণকারী দেশে সংখ্যা ৩৩ আর প্রদর্শিত ছবির তালিকায় রয়েছে ৪৯টি ছবি।

নারী চলচ্চিত্রকার

‘পালমে দি’ওর’ পুরস্কারের জন্য নির্বাচিত এই ২০টি ছবির মধ্যে এবার চারটি ছবির নির্মাতা হচ্ছেন নারী। এই ছবিগুলো হলো অস্ট্রেলীয় পরিচালক জুলিয়া লেইগের ‘সিøপিং বিউটি’, ব্রিটিশ পরিচালক লিনি রামসের ‘উই নিড টু টক অ্যাবাউট কেভিন’, জাপানি পরিচালক নাওমি কাওয়াসির ‘হানেজু’ এবং ফরাসি পরিচালক মাইউয়েঁ লা বেসকোর ‘পুলিস’।

এশীয় চলচ্চিত্রকার

বরাবরের মতো এবারও পশ্চিমাদেরই প্রাধান্য উৎসবটিতে। তবে এশিয়ার মূল-ভূখণ্ড থেকে প্রতিযোগিতা করছে দুটি জাপানি ছবি। পরিচালক নাওমি কাওয়াসির ‘হানেজু’ এবং পরিচালক তাকাশি মাইকের ‘হারা-কিরি : ডেথ অব অ্যা সামুরাই’।

এছাড়া তুরস্কের পরিচালক নূরি বিলজে সেইলান এই বিভাগে আছেন তার ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন আনাতোলিয়া’ ছবিটি নিয়ে। আর ইসরাইলের পরিচালক ইয়োসেফ সিডার আছেন তার ‘ফুটনোট’ নিয়ে।

ছবি নিয়ে হৈচৈ

এসব ছবির ভেতর হৈচৈ বেশি হচ্ছে ড্যানিশ চিত্রপরিচালক লারস ফন ত্রিয়েরের ‘মেলানকোলিয়া’ ও মার্কিন চিত্রপরিচালক টেরেন্স মালিকের ‘দ্য ট্রি অব লাইফ’ নিয়ে।

তবে এই হৈচৈ পেয়ে যায় রাজনৈতিক রঙ। জার্মান একনায়ক হিটলার সম্পর্কে ‘ইতিবাচক’ মন্তব্য ও ইসরাইল সম্পর্কে ‘নেতিবাচক’ মন্তব্য করে ফেঁসে যান ফন ত্রিয়ের। তাকে বহিষ্কার করা হয় উৎসব থেকে। ঝড় উঠে কানের মাটিতে।

এর আগে মিডিয়ার মনোযোগ ছিল মালিকের ‘দ্য ট্রি অব লাইফ’ ছবিটি নিয়ে। লাজুক পরিচালকের পক্ষ নিয়ে ছবিটির প্রচার কাজে কানে এসেছিলেন খ্যাতমান অভিনেতা ব্র্যাড পিট।

ভারতীয় ছবি

ভারতীয় ছবি হিসেবে এবারের উৎসবে দেখানো হয় ‘বলিউড : দ্য গ্রেটেস্ট লাভ স্টোরি এভার টোল্ড’। পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা ও জেফ জিমবালিস্ট। তবে ছবিটি কোনো প্রাতিযোগিতায় অংশ নেয়নি।

এদিকে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও পরিচালক মধুর ভানদারকার কান চলচ্চিত্র উৎসবে এসেছিলেন তাদের আসন্ন ছবি ‘হিরোইন’-এর প্রচার কাজে। ছবিটির কাহিনী গড়ে উঠেছে ভারতীয় চলচ্চিত্রশিল্পে একজন অভিনেত্রীর সফলতার না-বলা খবরগুলো নিয়ে।

ফ্যাশন ফর রিলিফ

ফন ত্রিয়েরের বিতর্কের কদিন আগে, ১৬ মে, কান উৎসবকে ঘিরে আয়োজন করা হয় ‘ফ্যাশন ফর রিলিফ’। অনেক নামি-দামি র‌্যাম্প মডেল মাঠে থাকলেও মঞ্চ কেঁপেছে নাওমি ক্যাম্পবেলের পদচারণায়। এই শো থেকে পাওয়া সব টাকাই যাবে জাপানের ভূমিকম্প ও সুনামি দুর্গত মানুষদের কাছে।

বারনার্দো বারতোলুচ্চি

এদিকে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেই অনারারি পালমে দি’ওর’ পেয়ে যান ইতালীয় চিত্র পরিচালক বারনারদো বারতোলুসি।

ইরানি পরিচালক

উৎসবের আগেই ঘোষণা দেওয়া হয়েছিল ইরানের দুজন কারাবন্দি পরিচালক জাফর পানাহি ও মোহাম্মদ রাসুলফকেও শ্রদ্ধা জানানো হয় চলচ্চিত্রের এই মহা আসরে। এরই অংশ হিসেবে পানাহির ‘দিস ইজ নট অ্যা ফিল্ম’ এবং রাসুলফের ‘গুডবাই’ দেখানো হয় এই উৎসবে।

অন্যদিকে ফেঞ্চ ফিল্ম ডিরেক্টরস সোসাইটির পক্ষ থেকে পানাহিকে দেওয়া হবে ‘কারোসে দি’ওর’ পুরস্কার।

প্রসঙ্গ মিশর

এবারের উৎসবে আরো শ্রদ্ধা জানানো হয় মিশরের সাম্প্রতিক পরিবর্তনে অংশগ্রহণকারীদের প্রতি। ১৮ মে দেখানো হয় দশজন মিশরীয় চিত্র নির্মাতার তৈরি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘এইটটিন জারস’।

তবে সব জল্পনা-কল্পনার অবসান হবে আর মাত্র কয়েক ঘণ্টা পরই।

বাংলাদেশ সময় ২০৪২, মে ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।