ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শুরু হলো আন্তর্জাতিক নাট্যোৎসব

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মে ২১, ২০১১

ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্রের আয়োজনে ২১ মে শনিবার থেকে শুরু হয়েছে প্রথম ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব। বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে ও শিল্পকলা একাডেমীর সহযোগিতায় উৎসবে ভারত,  নেপাল, সিঙ্গাপুর ও হংকং থেকে ৫টি বিদেশী নাট্যদল অংশগ্রহণ করছে।

বাংলাদেশ থেকে উৎসবে অংশগ্রহণ করছে মোট ১৯টি দল। এর মধ্যে ঢাকার বাইরের ৪টি দলও থাকছে ।

‘প্রথম ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব’ শীর্ষক ১০ দিনব্যাপী এ উৎসব সন্ধ্যা ৭টায় উদ্বোধন করেন আইটিআইয়ের কেন্দ্রীয়  সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন ইউসুফ,  গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী সহ আরো অনেকে।

উৎসবে প্রতিদিন শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চ ছাড়াও পরীক্ষণ হল ও স্টুডিও থিয়েটারে একটি করে নাটক প্রদর্শিত হচ্ছে।

বাংলাদেশ সময় ১৯৩০, মে ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।