ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঝালকাঠিতে ৮ দিনব্যাপী বরিশাল বিভাগীয় নাট্যোৎসব শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, মে ২১, ২০১১

ঝালকাঠি: ঝালকাঠিতে শুক্রবার থেকে শুরু হয়েছে ৮ দিনব্যাপী বরিশাল বিভাগীয় নাট্যোৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এ নাট্যোৎসবের আয়োজন করেছে।



ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুক্রবার বিকেলে নাট্যোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য ও বিভাগীয় নাট্যোৎসবের আহ্বায়ক সৈয়দ দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, বিশেষ অতিথি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাউফুল্লাহ পনির, ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন রানা।

উৎসব কমিটির সদস্য সচিব কাজী শফিকুল ইসলাম জানান, অনুষ্ঠানের ৮ দিনে মোট ৯টি নাটক মঞ্চস্থ হবে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, মে ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।