ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শেয়ারবাজার ডট কম

পবন আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মে ১৭, ২০১১

উত্তরার ৪ নম্বর সেক্টরের স্বপ্ননীল শুটিং হাউসে যেতেই কানে ভেসে আসল, আমার ডিভিডেন্ড কোথায়? অভিনেতা অপূর্ব অভিনেত্রী জেনীর কাছে তার শেয়ারের ডিভিডেন্ড চাচ্ছেন। এরই মধ্যে অভিনেতা হিল্লোল এসে হুট করে বললেন, শেয়ার মার্কেটের অবস্থা খারাপ আমি কি করব?

অপূর্ব, জেনী আর হিল্লোল কি এখন শেয়ার ব্যবসা শুরু করেছেন ? না, আসলে তারা শেয়ার ব্যবসা নিয়ে নির্মিত একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

নাটকের নাম ‘শেয়ারবাজার ডট কম’। পুরো নাটক জুড়েই শেয়ার মার্কেটের বিভিন্ন বিষয় আর গতিপ্রকৃতি তুলে ধরা হয়েছে। শেয়ার বাজারের অনেক বিনিয়োগকারীও খুঁটিনাটি বিষয় হয়তো জানেন না। নাটকটি রচনা করেছেন মুস্তাফিজুর রহমান নাহিদ, পরিচালনায় রয়েছেন নয়ন মিল্টন। মিম  মিডিয়া এক্সপ্রেশন ব্যানারে নাটকটি প্রযোজনা করছেন ইয়াসমিন রাব্বি পপি।

শুটিংয়ের বিরতির ফাঁকে কথা হলো নাটকের অন্য দুই অভিনেত্রী হুমায়রা হিমু ও দীপা খন্দকারের সঙ্গে। হুমায়রা হিমু বললেন, শেয়ার মর্কেট নিয়ে এই প্রথম নাটক করছি। প্রথমে স্ক্রিপ্ট পেয়ে অনেক কিছুই বুঝতে সমস্যা হয়েছে। আসলে শেয়ারবাজার না বুঝাতে এ সমস্যা হয়েছে। তবে এ নাটক করতে এসে শেয়ারবাজারের ওপর কিছুটা হলেও ধারণা হয়েছে।

হিমুর কথার রেশ ধরেই মজা করে দীপা খন্দকার বললেন, এ নাটকে অভিনয় করতে এসে যেসব বিষয় জেনেছি তাতে মনে হয় শেয়ার ব্যবসায় নামলে আমি ভালোই করবো। অভিনয় ছেড়ে এখন শেয়ার ব্যবসার নামার কথা ভাবছি।

‘শেয়ারবাজার ডট কম’-এর আরেক অভিনেত্রী জেনী বললেন, পুরো নাটকে শেয়ার বাজারের বিভিন্ন বিষয় থাকলেও কাহিনীতে  প্রেম-বিচ্ছেদ ও দুঃখ-বেদনা সবই আছে। শেয়ার ব্যবসায় বিনিয়োগকারীর পাশাপাশি সাধারণ দর্শকদেরও নাটকটি ভালো লাগবে।

জনপ্রিয় অভিনেতা অপূর্ব বললেন, ধারাবাহিক নাটক ‘শেয়ারবাজার ডট কম’ সবমিলিয়ে একটি ব্যতিক্রমী প্রয়াস। গল্পের মাধ্যমে এখানে শেয়ার বাজারের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। পরিচালক নবীন হলেও চ্যালেঞ্জ হিসেবে ভিন্নধারার গল্প নিয়ে কাজ শুরু করলো। আমার ধারণা তিনি ভালো করবেন।

নাটকের গুরুত্বপূণ একটি চরিত্রের অভিনেতা হিল্লোল বললেন, আমি শেয়ারবাজার সর্ম্পর্কে অল্প-সল্প কিছুটা জানতাম। এ নাটকে কাজ করতে এসে আরো অনেক কিছু জানতে পারলাম। ভালো লাগছে এ নাটকে কাজ করতে এসে।

ধারাবাহিক নাটক ‘শেয়ারবাজার ডট কম’-এর পরিচালক নয়ন মিলটন বলেন, পুরো নাটকে শেয়ারবাজার নিয়ে আলোচনা ও গল্পের মাঝে একটা ট্রাজেডি রাখা হয়েছে। সাধারণ  দর্শক এখানে শেয়ারবাজার কি এবং এখানে ব্যবসা করতে প্রাথমিক কিছু বিষয়ে ধারণা লাভ করবে। এটা আমার প্রথম প্রডাকশন। ভবিষ্যতে এরকম বাস্তবতা নির্ভর নাটক নির্মাণ করতে চাই।

গত ৯ মে থেকে ১৪ মে উত্তরায় অনুষ্ঠিত হয়েছে ধারাবাহিকটির শুটিং। আগামী সপ্তাহে এর বাকি অংশের শুটিং হবে মতিঝিলের ব্রোকারেজ হাউসসহ আশেপাশের রাস্তায় বলে জানিয়েছেন নির্মাতা।

ধারাবাহিক নাটক ‘শেয়ারবাজার ডট কম’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অপূর্ব, হিল্লোল, দীপা খন্দকার, জেনী , মাসুদ মহিউদ্দিন, তিনু করিম, নয়ন বাবু, হুমায়রা হিমু, শামীম হাসান,  সামন্তা, ইয়াসমিন রাব্বি পপি, আমিনুল ইসলাম আকাশ, রুহান, রাজু আহমেদ , মিন্টু, শশি, সোয়েব, নাহিদ, শাওন, নাসরিন, সালাউদ্দিন, রাজা, শাহানারা ইসলাম চম্পা, আদিত্য , জিসান প্রমূখ। নাটকটির বিশেষ আকর্ষণ হিসেবে শেয়ারবাজার নিয়ে কাজ করেন এমন একদল সাংবাদিক অভিনয় করছেন।

নাটকের পাত্রপাত্রীর সঙ্গে কথা বলার পর আবার শুরু হলো শুটিং । এবারের দৃশ্যে দেখা গেল, অভিনেতা নয়নবাবু অপূর্বকে বলছেন, শেয়ারবাজারে ব্যবসা করতে হলে গেম্বলারদের ছত্রছায়া লাগবে। কি বল তুমি? পুরো ইউনিট ব্যস্ত হয়ে উঠলো শুটিং নিয়ে।

বাংলাদেশ সময় ১৮৩৫, মে ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।