ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিধানসভায় জয়ী কলকাতার দুই চলচ্চিত্র-তারকার সংবর্ধনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মে ১৫, ২০১১

ভারতের বিধানসভার নির্বাচনে কলকাতার দুই চলচ্চিত্র তারকা দেবশ্রী রায় ও চিরঞ্জিত জয়ী হয়েছেন। দুজনেই  মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ছিলেন।

কলকাতার ফিল্ম ইন্ড্রাষ্ট্রি টালিগঞ্জে এই দুই বিজয়ী তারকাকে সংবর্ধনা দেওয়ার প্রস্ততি শুরু হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

পশ্চিমবঙ্গে বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের বিজয়ে কলকাতার চলচ্চিত্রাঙ্গন টালিগঞ্জে তৈরি হয়েছে খুশির জোয়ার। কারণ এবারের নির্বাচনের অনেক আগে থেকেই পরিবর্তনের আশা নিয়ে টালিগঞ্জের বেশিরভাগ শিল্পী ও নির্মাতা মমতার পাশে এসে দাঁড়িয়েছিলেন। টালিগঞ্জের প্রতিনিধি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহেই  অভিনেত্রী দেবশ্রী রায় এবং অভিনেতা চিরঞ্জিৎ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।
 
দেবশ্রী রায় দক্ষিণ ২৪ পরগনার রায়দীঘি থেকে সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গাঙ্গুলিকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন। চিরঞ্জিত উত্তর ২৪ পরগনার সদর বারাসাত থেকে বামফ্রন্টের শক্ত প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়কে পরাজিত করেন। দুজনেই জয়ী হয়েছেন বিপুল ভোটে। বিধানসভায় জয়ী দেবশ্রী ও চিরঞ্জিতকে সংবর্ধনা দেওয়ার জন্য বর্ণ্যাঢ্য অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হয়েছে। অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত রাখার দাবি তুলেছে চলচ্চিত্রকর্মীরা। এ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ ব্যস্ত থাকায় তার দেওয়া সময়ের উপরই নির্ভর করছে সংবর্ধনা অনুষ্ঠানের দিন-তারিখ।

টালিগঞ্জের অনেকেই বলছেন, গত ৩৪ বছরে টালিগঞ্জের চলচ্চিত্র শিল্পের উন্নতির জন্য বাম সরকার কিছুই করেনি। বাম সরকার ব্যস্ত ছিলেন ‘নন্দন’ কেন্দ্রিক সংস্কৃতি নিয়ে। এবার তাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় টালিগঞ্জের দিকে নজর দিবেন। বিধানসভা নির্বাচনে জিতে আসা দুই সহকর্মী দেবশ্রী ও চিরঞ্জিৎ টালিউডের সংস্কারে উদ্যোগী হবেন, এ প্রত্যাশায় বুক বেঁধেছেন শিল্পী ও কলাকুশলীরা।

বাংলাদেশ সময় ১৯১৫, মে ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।