ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মে ১১, ২০১১

সাংস্কৃতিক কর্মাকান্ডে অবদান রাখার স্বীকৃতি হিসেবে মূকাভিনয়শিল্পী পার্থপ্রতিম মজুমদারকে ফ্রান্স সরকারের শেভালিয়র (নাইট) উপাধি। ১০ মে মঙ্গলবার সকালে ফ্রান্সের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্রেডেরিক মিতেরাঁ আনুষ্ঠানিকভাবে তার হাতে ‘অর্ডার ডি আর্টস এট ডি লেটার্স’ এবং নাইট খেতাব সূচক পদক তুলে দেন।

শিল্প ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৬৩ সাল থেকে এ উপাধি দিয়ে আসছে ফ্রান্সের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। পার্থপ্রতিম মজুমদার বাংলাদেশ থেকে প্রথম এ সম্মান পেলেন। ১৯৫৪ সালে পাবনার কালাচাঁদপাড়ায় জন্মগ্রহণ করেন পার্থপ্রতিম মজুমদার। তার সৃজনশীল কর্মকান্ডেই বাংলাদেশে পরিচিত হয়ে ওঠে মূকাভিনয়। গত বছর এই শিল্পী বাংলাদেশ সরকারের একুশে পদকে ভূষিত হন।

মঞ্চে নিয়মিত পারফর্মেন্সের পাশাপাশি ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছেন পার্থপ্রতিম মজুমদার। তার অভিনীত একটি ফরাসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২৬টি আন্তর্জাতিক পুরস্কার পায়। প্যারিস, ফ্রাঙ্কফুর্ট, নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন দেশে তাঁর মূকাভিনয়ের প্রদর্শনী হয়েছে। ওয়েস্টোর্ন ইউনিয়ন, নাইকি, আইবিএম ও ম্যাকডোনাল্ডের মতো বিশ্বখ্যাত কোম্পানির পণ্যের প্রচারে মডেল হিসেবেও কাজ করেছেন এই মূকাভিনেতা।

সাংস্কৃতিক পরিমন্ডলে অবদানের ব পেলেন বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত  ।   মঙ্গলবার বিকেলে টেলিফোনে বাংলাদেশের বিশিষ্ট মূকাভিনয় শিল্পী ও পার্থপ্রতিম এর ছাত্র নিথর মাহবুবকে এই তথ্য জানিয়েছেন পার্থপ্রতিম মজুমদার। এই পুরুষ্কার পেয়ে তিনি অভিবুত হয়ে ছেন এবং জানিয়েছেন,‘এই পুরস্কার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আমার বিশ্বাস, বাংলাদেশে মূকাভিনয় এবং অন্যান্য মাধ্যমের শিল্পীদের প্রতি রইল আমার অফুরন্ত ভালবাসা। নিথর মাহবুব বলেন, ১০মে বিকেলে যখন খবরটি পার্থদার কাছে পাই আমার খুবই ভাল রেগেছে। কিন্তু আমি ওই মুহুর্তে ছিলাম মানিক গঞ্জ জেলায় নজরলের স্ত্রী প্রমিলা দেবীর জন্ম বাষিকীর অনুষ্ঠানে। ব্যাস্ততার মধ্যে থেকেও থবরটা কয়েক জায়গায় সাথে সাথে পৌছে দিয়েছি।

ফ্র্রান্সের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্রেডেরিক মিতেরাঁ আনুষ্ঠানিকভাবে পার্থকে ‘অর্ডার ডি আর্টস এট ডি লেটার্স’-এর শেভালিয়র খেতাব প্রাপ্তির কথা জানান। শিল্প ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৬৩ সাল থেকে এ উপাধি দিয়ে আসছে ফ্রান্সের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। পার্থপ্রতিম প্রথম বাংলাদেশি । যিনি এ সম্মান পেলেন। ১৯৫৪ সালে পাবনার কালাচাঁদপাড়ায় জন্মগ্রহণ করেন পার্থপ্রতিম মজুমদার। তাঁর হাত ধরেই বাংলাদেশে পরিচিত হয়ে ওঠে মূকাভিনয়। বাংলাদেশ সরকার গত বছর এই শিল্পীকে একুশে পদকে ভূষিত করে। মঞ্চের পাশাপাশি ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছেন পার্থপ্রতিম মজুমদার। তাঁর অভিনীত একটি ফরাসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২৬টি আন্তর্জাতিক পুরস্কার পায়। প্যারিস, ফ্রাঙ্কফুর্ট, নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন দেশে তাঁর মূকাভিনয়ের প্রদর্শনী হয়েছে। প্রসঙ্গত, ওয়েস্টোর্ন ইউনিয়ন, নাইকি, আইবিএম ও ম্যাকডোনাল্ডের মতো বিশ্বখ্যাত কোম্পানির পণ্যের প্রচারে মডেল হিসেবেও কাজ করেছেন এই বাংলাদেশি।

বাংলাদেশ সময় ১৯৩০, মে ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।