ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কান-এ বসেছে ছবির আসর

রবাব রসাঁ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মে ১০, ২০১১

৬৪তম কান চলচ্চিত্র উৎসবের আসর বসেছে ফ্রান্সের কান শহরে ১১ মে। চলবে ২২ মে পর্যন্ত।

উডি অ্যালানের লেখা ও পরিচালনায় তৈরি ‘মিডনাইট ইন প্যারিস’ ছবিটি দেখানো হয়েছে উদ্বোধনী দিনে। ছবিটির বিষয়বস্তু বর্তমান ফরাসি রাষ্ট্রপতি ও ফার্স্টলেডির জীবনকাহিনী।

৩৩টি দেশের ৪৯টি ছবি দেখানো হচ্ছে এই উৎসবে। এই ছবিগুলোর মধ্যে ৪৪টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে কানের মাটিতে। ১৯টি ছবি প্রতিযোগিতা করবে সেরা ছবির পুরস্কার ‘পালমে দি’ওর’-এর জন্য।

আমেরিকান অভিনেতা রবার্ট ডি নিরোকে রাখা হয়েছে মূল প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সভাপতি হিসেবে। ফরাসি পরিচালক মিশেল গোঁদরি আছেন স্বল্পদৈর্ঘ্য ছবির প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে।

দক্ষিণ কোরীয় পরিচালক বঙ জুন-হো থাকছেন ‘কামিরা দি’ওর’ পুরষ্কারের বিচারকরদের প্রধান পদে। প্রথম ছবির পরিচালদের ভেতর সেরা জনকে দেওয়া হবে এই পুরস্কার।

উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছেন বিশিষ্ট ফরাসি অভিনেত্রী ও শিল্পী মেলানি লরাঁ।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ইতালীয় চিত্র পরিচালক বারনারদো বারতোলুসিকে দেওয়া হবে ‘অনারারি পালমে দি’ওর’।

ইরানের দুজন কারাবন্দি পরিচালক জাফর পানাহি ও মোহাম্মদ রাসুলফকেও শ্রদ্ধা জানানো হবে চলচ্চিত্রের এই মহাসরে। পানাহির ‘দিস ইজ নট অ্যা ফিল্ম’ এবং রাসুলফের ‘গুডবাই’ দেখানো হবে এই উৎসবে।

ফেঞ্চ ফিল্ম ডিরেক্টরস সোসাইটির পক্ষ থেকে পানাহিকে দেওয়া হবে ‘কারোসে দি’ওর’ পুরস্কার।

এবারের উৎসবে আরো শ্রদ্ধা জানানো হবে মিশরের সাম্প্রতিক পরিবর্তনে অংশগ্রহণকারীদের প্রতি। এই শ্রদ্ধা জানানো হবে ১৮ মে। সে দিন দেখানো হবে দশজন মিশরীয় চিত্র নির্মাতার তৈরি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘এইটটিন জারস’।

উৎসব কর্মকর্তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ফ্রেঞ্চ রোমান্টিক কমেডি ‘দ্য বিলাভেড’ ছবিটি দেখানো হবে উৎসবের সমাপনীর রাতে।

বাংলাদেশ সময় ২০৩৪, মে ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।