ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

২০১১ বছরটি আমার জন্য খুব স্পেশাল: কারিনা

দিলশাদ জাহান এ্যানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মে ৯, ২০১১

বেবোকন্যা কারিনা এতোটাই ব্যস্ত সময় কাটাচ্ছেন যে, পরিবার ও বন্ধুদের সে একদমই সময় দিতে পারছেন না। একমাত্র ফোনেই সবার সাথে যোগাযোগ রক্ষা করছেন।

কান আর্ন্তজাতিক ফিল্ম ফেস্টিভ্যাল সাইফ আলী খান ও কারিনা দুজনেই অংশ নিচ্ছেন। কারিনার খুব আশা ছিল, তাদের দুজনের এই সময়টা খুব ভালো কাটবে।

কান ফেস্টিভ্যালে গিয়ে সাইফের সঙ্গে একান্তে সময় কাটানোর আশাটাও কারিনার বিসর্জন দিতে হচ্ছে। কারণ প্রায় একই শুরু হতে যাচ্ছে তার নতুন ছবি ‘বডিগার্ড’-এর শুটিং। এ কথা তো বলিউডের সবার জানা যে, শুটিংয়ের সময় কারিনা খুব সিরিয়াস থাকেন। তাই সাইফের সঙ্গে রোমান্সের সম্ভাবনা শূন্যের কোঠায়।

গতবছর দিবালীতে ব্লকবাস্টার ছবি ‘গোলমাল ৩’ ও বড়দিনে ‘থ্রি ইডিয়ট্স’ দর্শকদের ভিন্ন  স্বাদ এনে দেয়। এবছরও কারিনা আশা করছে, ঈদ ও দিবালী ভালোই যাবে কিং খান ও সালমান খানের সাথে।

কারিনা ভক্তদের জন্য সুখবর হচ্ছে , কারিনা  বেশ কটি নতুন ছবি নিয়ে তাদের সামনে হাজির হবেন। শিগগিরই আসছে কারিনা অভিনীত ছবি ‘রা’। এরই মধ্যে ছবির দুটি গান বেশ জনপ্রিয়তা পেয়ে গেছে। চলতি বছরের অক্টোবরে শাহরুখ খানের সঙ্গে কারিনার আরেকটি ছবি মুক্তি পাবে। বলিউডের আরেক সুপার স্টার আমির খানের সাথেও কারিনার নতুন ছবি আসছে।

সাইফকে খুব একটা সময় দিতে না পারলেও কারিনার সঙ্গে তার সম্পর্কটা দিন দিন পোক্ত হচ্ছে। সব মিলিয়ে কারিনা কাপুর এখন খুবই ফর্মে রয়েছেন। তাই তো সেদিন এক টিভি সাক্ষাৎকারে কারিনা বলেছেন, ‘২০১১ বছরটি আমার জন্য  খুব স্পেশাল’।

বাংলাদেশ সময় ১৯৫০, মে ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।