ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মেসবাহ আহমেদের একক গজল-সন্ধ্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১

বাংলাদেশের জনপ্রিয় গজলশিল্পী মেসবাহ আহমেদের একক গজল-সন্ধ্যা আয়োজন করা হয়েছে ১ মে মোহাম্মদপুরের নারীগ্রন্থ প্রবর্তনায়। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়।



বসন্ত বাহার সঙ্গীত নিকেতন আয়োজিত এই গজল-সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ মোস্তফা জামান আব্বাসী।

বাংলাদেশে গজলের ক্রমাগত জনপ্রিয়তার প্রসঙ্গে মেসবাহ আহমেদ বাংলানিউজকে বলেন, ‘আমরা শ্রোতাদের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। এদেশে তরুণ প্রজন্মের কাছে গজলকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে ফার্সি ও উর্দু গজলের সমজদার শ্রোতা রয়েছেন। এর ফলে তরুণ শিল্পীদের ভেতর গজল চর্চায় আগ্রহ সৃষ্টি হয়েছে। ’

তিনি আশা করেন, আগামীতে দেশের তরুণ শিল্পীদের গাওয়া গজলগুলোও জনপ্রিয় হবে।

বাংলাদেশ সময় ১৮৫৫, এপ্রিল ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।