ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চলচ্চিত্রাভিনয়ে বাপ্পা মজুমদার

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১

জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের চলচ্চিত্রে অভিনয় এদেশে নতুন নয়। কুমার বিশ্বজিৎ, আজম খান, জেমস, বালাম, বিপ্লব ও এসডি রুবেলের পর এবার চলচ্চিত্রে অভিনয় করেছেন বাপ্পা মজুমদার।

‘ফেরারী ফানুস’ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন একজন সঙ্গীত পরিচালক হিসেবে।

‘ফেরারী ফানুস’ ছবির নায়ক রওনক হাসানের গুরুর ভূমিকায় দেখা যাবে বাপ্পা মজুমদারকে। এই বিশেষ চরিত্রে অভিনয়ের পাশাপাশি তুষারের সুরে ‘বহুদূরে’ শিরোনামের একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন আবীর শ্রেষ্ঠ।

প্রথমবারের চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে বাংলানিউজকে বাপ্পা মজুমদার বলেন, ‘চরিত্রটি একজন মিউজিশিয়নের। আমি যেহেতু একজন মিউজিশিয়ন, তাই আমার মতোই স্বাভাবিক থাকার চেষ্টা করেছি। অভিনয় করেছি কিনা জানি না। ’

বাংলাদেশ সময় ১১৫০, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।