ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ছোট জামালের মনের কথা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

বাংলাভিশনের ব্যতিক্রমী অনুষ্ঠান ‘মনের কথা’। আফসানা মিমির উপস্থাপনায় অনুষ্ঠানটিতে সমাজের বিপথগামী মানুষদের কর্মকান্ড সম্পর্কে তাদের নিজের বক্তব্য তুলে ধরা হয়।

  অনুষ্ঠানটি দেখানো হয় প্রতি সোমবার রাত ৯টা ০৫ মিনিটে।

‘মনের কথা’র এবারের পর্বে প্রাক্তন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ছোট জামাল-এর মুখোমুখি হচ্ছেন আফসানা মিমি। মাদক ব্যবসায় তার স্মরণীয় কর্মকান্ড ও সন্ত্রাসী হয়ে ওঠার গল্প বলেছেন তিনি। কিভাবে তিনি এই পেশায় আসলেন, নানা রকম অভিজ্ঞতা ও অন্যান্য বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তিনি জানিয়েছেন।

আফসানা মিমির উপস্থাপনা ও শামীম শাহেদের প্রযোজনায় পর্দার আড়ালে বসা সন্ত্রাসী ছোট জামাল-এর এই সাক্ষাৎকার বাংলাভিশনে দেখা যাবে ২৫ এপ্রিল রাত ৯টা ০৫ মিনিটে।

বাংলাদেশ সময় ১৭০৫, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।