ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রমনা বটমূলে ইত্যাদি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জায়গা রমনা বটমূল। দেশ কাঁপানো বহু ঘটনার নীরব স্বাক্ষী হয়ে আছে রমনার বিশাল বটবৃক্ষ।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর আগামী পর্বের শুটিং হয়েছে এবার রমনা বটমূলে। খোলা জায়গায় জমকালো সেটে হাজার হাজার দর্শকের সামনে ২০ এপ্রিল বুধবার রমনা বটমূলে হানিফ সংকেত সম্পন্ন করেছেন ‘ইত্যাদি’-এর শুটিং। ইত্যাদি প্রচার হবে বিটিভিতে আগামী ২৯ এপ্রিল।

হানিফ সংকেতের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বেশ কয়েকপর্ব ধরে দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী লোকেশনে ধারণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রমনা বটমূলে এই অনুষ্ঠানের এবারের পর্ব ধারণ করা হয়।

এবারের অনুষ্ঠানে থাকছে তারকা শিল্পীদের পরিবেশনায় বৈশাখী গান, চলতি জীবনের অসঙ্গতি নিয়ে একাধিক স্যাটায়ার, দর্শকের অংশগ্রহণে বিচিত্র প্রতিযোগিতা, বাংলা ডাবিং করা বিদেশী ছবির অংশ, টিভি রিপোর্টিংসহ অন্যান্য নিয়মিত পর্ব। ইত্যাদি’র এবারের পর্বে নানা বিষয়ের সঙ্গে বরাবরের মত এবারও থাকছে কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন।


বাংলাদেশ সময় ১৫১০, এপ্রিল ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।