ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

জি-বাংলার বিরুদ্ধে শাওনের উকিল নোটিশ

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১

পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল জি-বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কেয়া পাতার নৌকো’। এই ধারাবাহিকটির প্রমোশনালে মেহের আফরোজ শাওনের গাওয়া ‘না-মানুষি বনে’ অ্যালবামের ‘লীলাবালী... লীলাবালী...’ গানটি ব্যবহার করা হয়েছে।

শাওন জানিয়েছেন, তার গাওয়া এই গানটি ব্যবহারের জন্য তার কাছ থেকে কোনো ধরণের অনুমতি নেয়া হয় নি।

এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে শাওন বলেন, আমার গান ব্যবহার করা হচ্ছে অথচ আমিই জানি না। গানটি ব্যবহারের আগে অবশ্যই আমাকে জানানো উচিত ছিল। আমি নিশ্চয়ই এজন্য তাদের কাছে কোনো রয়্যালিটি সন্মানী দাবী করতাম না। শুধু সৌজন্যতা দেখানোটাই ছিল যথেষ্ট। এইটুকু সৌজন্যতা কি আমরা বাংলাদেশের শিল্পীরা পশ্চিমবঙ্গের কাছে আশা করতে পারি না?

জি-বাংলা চ্যানেলে প্রচার হওয়া ধারাবাহিক নাটক ‘ কেয়া পাতার নৌকো’- এর পরিচালক শৈবাল ব্যানার্জী। এটি প্রযোজনায় রয়েছে ম্যাজিক মোশান প্রডাকশন। মেহের আফরোজ শাওন জানালেন, শিগগিরই তিনি এ বিষয়ে জি-বাংলা চ্যানেলের কাছে  উকিল নোটিশ পাঠাবেন।

বাংলাদেশ সময় ১৯৫৫, এপ্রিল ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।