ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কারিশমা কাপুর

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর । পহেলা বৈশাখ তিনি কয়েকঘন্টার জন্য ঢাকায় অবস্থান করবেন।

এসময় কারিশমা রাজধানীর বারিধারায় একটি অভিজাত ফার্নিচারের শোরুম উদ্বোধনে অংশ নেবেন।

এনকুইন ফার্নিচার সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির নতুন শোরুম উদ্বোধনের জন্যই কারিশমা কাপুরের এই ঢাকা সফর। ১৪ এপ্রিল দুপুর ১২টায় তিনি ঢাকায় আসবেন। রাজধানীর বারিধারার এনকুইন ফার্নিচারের শোরুম উদ্বোধন করবেন বিকাল সাড়ে ৩টায়। সন্ধ্যা ৬টা পর্যন্ত কারিশমা সেখানে অবস্থান করবেন।

সেদিন রাতেই তিনি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিবেন। ঢাকায় অবস্থানকালে কারিশমার বিশ্রাম ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছেন গুলশানের ওয়েস্টিন হোটেলে।

বাংলাদেশ সময় ২০৪৫, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।