ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আবার রোমান্টিক হিরো সালমান খান

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১

‘দাবাং’ ছবির অসাধারণ সাফল্যের পর বলিউড সুপারস্টার সালমান খান আবারও আসছেন মুম্বাই বক্স-অফিস কাঁপাতে। আবার তিনি ফিরে গেছেন নিজের সেই ধারায়।

রাগী পুলিশ অফিসার চুলবুল পান্ডের পর এবার সালমান খান আসছেন আবারও রোমান্টিক হিরো হিসেবে।

আগামী ৩ জুন মুক্তি পাচ্ছে সালমান খান-অসিন অভিনী ছবি ‘রেডি’। ছবিটির পরিচালক এনিস বাজমি। এ ছবির গল্প অনেকটা সালমান খান-মাধুরী দীক্ষিত অভিনীত ‘হাম ফাপকে হ্যায় কৌন’-এর মতো। অসিনকে এখানে দেখা যাকে মাধুরী অভিনীত নিশা চরিত্রটির মতো এক লক্ষ্মী মেয়ের ভূমিকায়। যার প্রেমে মুগ্ধ সালমান তার সামাজিক অবস্থান থেকে বেরিয়ে আসে। ছবির শেষে দারুণ এক গানের মাধ্যমে বিয়ে হবে সালমান-অসিন অভিনীত চরিত্র দুটির মধ্যে । এ গানটিও অনেকটা ‘হাম আপকে হ্যায় কৌন’-এর দিদি তেরা দেবর দিওয়ানার মতোই।

বাংলাদেশ সময় ১৮১০, এপ্রিল ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।