ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘ছোঁয়া’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১

টিনেজ গায়ক হিসেবে সুপরিচিত হৃদয় খানের দ্বিতীয় একক অ্যালবাম  ‘ছোঁয়া’ প্রকাশিত হয়েছে।
অ্যালবামের ১০টি গানেরই সুর ও সংগীত করেছেন হৃদয় খান।

অ্যালবামের বিভিন্ন গানের কথা লিখেছেন গুঞ্জন চৌধুরী, তরুণ, মিলন মাহমুদ ও শফিক তুহিন। বৈশাখকে সামনে রেখে ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় অ্যালবামটি বাজারে ছেড়েছে অগ্নিবীণা।

হৃদয় খানের দ্বিতীয় একক অ্যালবাম ‘ছোঁয়া’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে ৪ এপ্রিল সোমবার রাতে রাজধানীর একটি স্থানীয় রেস্টুরেন্টে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু, নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী, সংগীতশিল্পী হাবিব, মিলন মাহমুদ, ব্র্যাক ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স জীশান কিংশুক হক ও অগ্নিবীণার নাজমুল হক ভূঁইয়া।

দ্বিতীয় একক অ্যালবাম ‘ছোঁয়া’ সম্পর্কে হৃদয় খান বাংলানিউজকে বলেন, সব ধরনের গানই রয়েছে এতে। বেশ কিছু সফট ওমলোডির পাশাপাশি হিপহপ গানও রয়েছে। আমার প্রথম অ্যালবাম ‘বলো না’-এর মতোই আশা করছি শ্রোতাদের এটি আনন্দ দিবে।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।