ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘পূর্তির পাঁচ বছর ফুর্তির ছয় বছর’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১

‘দৃষ্টি জুড়ে দেশ’-এই শ্লোগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়েছিল স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের। ৩১ মার্চ পাঁচ বছর শেষে ষষ্ঠ বছরে পদার্পন করছে এই চ্যানেলটি।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাভিশন পাঁচ বছরের সফল যাত্রাকে সাজিয়েছে ‘পূর্তির পাঁচ বছর, ফুর্তির ছয় বছর’-এই শিরোনামে।

৩০ মার্চ রাত ১২:০১ মিনিটে বাংলাভিশন অফিসে কেক কাটার মধ্য দিয়ে তিনদিন ব্যাপি আয়োজনের শুভ সূচনা করেন বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক। কেক কাটার সময় উপস্থিত ছিলেন দেশবরেণ্য সাংবাদিক, রাজনীতিবিদ, কবি, অভিনেতা-অভিনেত্রী এবং বাংলাভিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

৩১ মার্চ সকাল ১১ টায় আবারও কেক কেটে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করা হয়। সকাল থেকে অনেকে বাংলাভিশনে এসে প্রতিষ্ঠাবর্ষিকীর শুভেচ্ছা জানান। দিনব্যাপী বিভিন্ন আয়োজন অফিস থেকে সরাসরি সম্প্রচার করা হয়। সন্ধ্যা সাতটা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সরাসরি অনুষ্ঠান ‘বিশেষ আনন্দ আয়োজন’। এই আনন্দ আয়োজনটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের বিভিন্ন পর্যায়ে অংশ নিয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, শাকিব খান, শাকিলা জাফর, তারিন, ফেরদৌস, শিবলী মোহাম্মদ, নীপা, তানিয়া, আফসানা মিমি, মিম, সারিকা, বিন্দু, আরেফিন রুমি, মিলা, কনা, হৃদয় খানসহ আরো অনেক তারকা।

বাংলাদেশ সময় ১৭৩০, মার্চ ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।