ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আনুষ্ঠানিক প্রচার শুরু

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১

বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধের ছবি ‘গেরিলা’। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বণে ইমপ্রেস টেলিফিল্ম ও আরিয়াল প্রডাকনের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে।

৩১ মার্চ বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই ভবনে আনুষ্ঠানিকভাবে ছবিটির প্রচার কার্যক্রম শুরু হয় । অনুষ্ঠানে  গেরিলা’র গানের অডিও সিডির মোড়ক উন্মোচন করা হয় এবং ছবিটির মুক্তির তারিখ জানানো হয়।

‘গেরিলা’ ছবিটিতে ছবির পরিচালক নাসির উদ্দীন ইউসুফ তার মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন অভিজ্ঞতার সমাবেশ ঘটিয়েছেন। একাত্তরে তিনি ছিলেন অবরুদ্ধ ঢাকা রণাঙ্গণের গেরিলা যোদ্ধা এবং মুক্তিবাহিনী ঢাকা উত্তরের সেকশন কমান্ডার। ছবিতে দেখা যাবে ঢাকা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মুক্তিযোদ্ধা খোকন, আজাদ, রুমি, আলম, শাহাদাতের মতো কিংবদন্তী গেরিলার বীরত্ব গাঁথা। দেশজুড়ে ছবিটি শুভমুক্তি পাচ্ছে আগামী পহেলা বৈশাখ। সরকারী অনুদান প্রাপ্ত এ ছবিটি এরই মধ্যে বিনা কর্তনে সেন্সর বোর্ডেও ছাড়পত্র অর্জন করেছে।

‘গেরিলা’ ছবির প্রচার কার্যক্রম শুরু ও অডিও সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছবির নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ, পরিবেশক হাবিবুর রহমান খান, অধ্যাপিকা পান্না কায়সার, সৈয়দ সালাহউদ্দিন জাকী, পীযুষ বন্দ্যোপাধ্যায়, শিমুল ইউসুফ, বেগমজাদি মেহেরুন্নেছা, জয়া আহসানএষা ইউসুফ প্রমুখ। ছবির গানের অডিও সিডি প্রকাশ করেছে লেজার ভিশন।

‘গেরিলা’ ছবিটিতে প্রধান চরিত্র বিলকিসের ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। আরো অভিনয় করেছেন ফেরদৌস, এ টি এম শামসুজ্জামান, মিরানা জামান, পিযূষ বন্দ্যোপাধ্যায়, মাসুম আজিজ, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম পাভেল, শম্পা রেজা, আহমেদ রুবেল, এস এম মহসীন, জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার, কামাল বায়েজিদ, সাজ্জাদ আহমেদ রাজীব, গোলাম মাওলা শ্যামল, ওমর আইয়াজ অনি, এরফান মৃধা শিবলু, মোস্তফা মনোয়ার আল-আজিম, নয়ন হোসেন প্রমুখ। চিত্রগ্রহণে রয়েছেন সমীরণ দত্ত। শিল্প নির্দেশনা দিয়েছেন অনিমেষ আইচ। পোষাক পরিকল্পনা ও সঙ্গীত পরিচালনায় রয়েছেন শিমুল ইউসুফ।

বাংলাদেশ সময় ১৭১০, মার্চ ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।