ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘আকাশপথে আমপাতায় চুক্তিস্বাক্ষর’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

জনপ্রিয় নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস তার নতুন ছবির চুক্তি সম্পাদনে ঘটিয়েছেন অভিনব কাণ্ড। তার আগামী ছবি ‘প্রেয়সী’-এর জন্য সুপার হিরো সুপার হিরোইন খ্যাত সাগর-শম্পা জুটিকে তিনি চুক্তিবদ্ধ করেছেন আকাশপথে, চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমপাতায়।



দেবাশীষ বিশ্বাসের নির্দেশনায় বোটানিক এ্যারোমার একটি বিজ্ঞাপনে শুটিং শেষে ২১ মার্চ জিএমজি এয়ারলাইনসে কক্সবাজার থেকে ঢাকায় ফিরছিলেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস, বোটানিক কেয়ার-এর  চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন এবং বিজ্ঞাপনের মডেল সাগর ও শম্পা। বিমানে উঠেই দেবাশীষ বিশ্বাস বড় বড় দুটি আমপাতা ধরিয়ে দেন সাগর ও শম্পার হাতে। তিনি নিজেও তুলে নেন একটি আমপাতা। আমপাতায় তারা নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য স্বাক্ষর করেন। নির্ধারিত সেই আমের পাতায় ছবিতে কাজ করা প্রসঙ্গে সংশিষ্ট সবকিছুই লেখা ছিলো। ছবির নাম ‘প্রেয়সী’। ছবিটি প্রযোজনা করছে বোটানিক এ্যারোমা হারবাল কেয়ার।

এই অভিনব চুক্তি সম্পাদন প্রসঙ্গে নির্মাতা দেবাশীষ বিশ্বাস বলেন, সব সময় তো আমরা মাটিতে বসেই চুক্তি স্বাক্ষর করি। এবার মাটির উপরে আকাশে চুক্তি সম্পাদন করলাম যেন আমাদের ছবিটির মান আকাশের মতোই উঁচু মাপের হয়। আর আমপাতায় চুক্তি স্বাক্ষরের কারণ হচ্ছে বিমানে বসেও মাটির সম্পৃক্ততা রাখা, যাতে ছবিটি প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর থাকে। দেবাশীষ বিশ্বাস তার নতুন ছবি ‘প্রেয়সী’ সম্পর্কে জানান, রোমান্টিক গল্প নির্ভর এই ছবির গানের শুটিং হবে দেশের বাইরে এবং তা হবে ব্যয়বহুল।   ছবির গল্প লিখেছেন নির্মাতা নিজেই। এবারের পহেলা বৈশাখে মহরত অনুষ্ঠানের মধ্যদিয়ে এই ছবির কাজ শুরু হবে ।

নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে শম্পা বলেন, দেবাশীষ বিশ্বাসের নির্দেশনায় বিজ্ঞাপনে আমার প্রথম কাজ করা। এবার তারই নির্দেশনায় চলচ্চিত্রে কাজ করবো। তার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ আর ‘শুভবিবাহ’ ছবি দুটো আমি দেখেছি। আশা করি ‘প্রেয়সী’ ছবিটি তিনি আরো যতœ নিয়ে নির্মাণ করবেন। যাতে করে আগের দুটি ছবির চেয়েও এটি দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠে। সাগর বললেন, দেবাশীষ বিশ্বাস তার পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতা ছবি নির্মাণ করছেন। তার ছবিতে কাজ করার সূযোগ পেয়ে আমি আনন্দিত।

বাংলাদেশ সময় ১৬২০, মার্চ ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।