ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

হলিউডের কিংবদন্তীর অভিনেত্রী এলিজাবেথ টেইলর আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১

ঢাকা: বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র তারকাদের একজন ডেম এলিজাবেথ টেইলর আর নেই। লস এঞ্জেলসে বুধবার মারা যান তিনি।

খবর বিবিসির

দু’বারের অস্কারজয়ী এই হলিউড তারকা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৭৯ বছর।

ন্যাশনাল ভেলভেট, ক্লিওপেট্রা কিংবা হুস অ্যাফ্রেড অব ভার্জিনিয়া উলফ খ্যাত লিজ টেইলর তার অভিনয় ও গ্ল্যামারে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন।

লিজ টেইলর ও রিচার্ড বার্টনের জুটিরও ছিলো জগতজোড়া খ্যাতি। বার্টন লিজের সাত স্বামীর একজন।

তার সময়ে লিজকেই বলা হতো বিশ্বের সবচেয়ে সুন্দরী ও সেরা অভিনেত্রী।

১২ বছরে বয়স থেকেই বর্ণাঢ্য ব্যক্তি জীবন, পর্দায় সাফল্য ও সমাজসেবার কাজের মধ্য দিয়ে তিনি বরাবরই ছিলেন আলোচনার মধ্যমনি।

১৯৫০ ও ৬০ এর দশক জুড়ে চলচ্চিত্র জগতে খ্যাতির তুঙ্গে ছিলেন। ১৯৫৮ থেকে ৬১ পরপর চার বছর পান অস্কারের মনোনয়ন।

২০০৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন লিজ টেইলর।

বাংলাদেশ সময় ২০২২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।