ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘জয়ধ্বনি’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১

বিশ্বকাপ ক্রিকেটের জোয়ারে মাতোয়ারা এখন বাংলাদেশ। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে অডিও বাজারে এসেছে বেশ কিছু অ্যালবাম।

সম্প্রতি জি সিরিজের ব্যানারে বাজারে এসেছে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে নতুন আরেকটি মিক্সড অ্যালবাম ‘জয়ধ্বনি’।

‘জয়ধ্বনি’অ্যালবামটিতে রয়েছে মোট ১১টি গান। অ্যালবামটির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন মিলা, এলিটা, শুভ, সন্ধি, নির্ঝর, শৈলী ও মুনাফ। এতে আরো আছে শিরোনামহীন, আউটব্রেক, অবলিক এবং কার্ভিং ড্রিমস ব্যান্ডের গাওয়া গান। গানের কথায় উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি শুভকামনা। অ্যালবামের প্রতিটি গানই শিল্পী এবং ব্যান্ডদল নিজেরাই কম্পোজ করেছেন। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে এটি জি সিরিজের ব্যানারে বের হওয়া ৪র্থ অ্যালবাম।

বাংলাদেশ সময় ১৭০৫, মার্চ ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।