ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সাগর ও সম্পা জুটির নতুন ছবি ‘নীলাঞ্জনা’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১১

আলোচিত ইভেন্ট সুপার হিরো সুপার হিরোইন থেকে উঠে আসা দুই নবীন নায়ক-নায়িকা সাগর ও শম্পাকে নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি ‘নীলাঞ্জনা’। মামুন খান পরিচালিত এ ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে গত ৯ মার্চ বুধবার রাতে রাজধানীর মগবাজারের একটি রেকর্ডিং স্টুডিওতে।



সাগর ও সম্পাকে নিয়ে এর আগেও একই পরিচালক ‘লাভ ইউ প্রিয়া’ নামে একটি ছবি নির্মাণ করেন। ছবিটি বিশ্বকাপ ক্রিকেটের পরপর মুক্তি দেওয়া হবে।

‘নীলাঞ্জনা’ ছবিটির শুটিং শুরু হচ্ছে আগামী ১৫ মার্চ থেকে। রাঙ্গামাটি, কক্সবাজার, সেন্টমার্টিন ও সিলেটের মনোরম লোকেশনে ছবিটি চিত্রায়িত হবে। সাগর ও সম্পা ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করেছেন তমা মির্জা, আনোয়ারা, ডন, আমিন আজাদ, সিরাজ হায়দার ও আরো অনেকে।   আইটিএম মুভিজের ব্যানারে নির্মিতব্য এ ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন একে কিশোর শাহীন। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আবদুল হাদী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, মনির খান, ন্যান্সী, কনা ও বালাম। সামিনা চৌধুরীরর গাওয়া একটি গানের রেকর্ডিংয়ের মাধ্যমে ‘নীলাঞ্জনা’ ছবির কাজ শুরু হয়েছে।

বাংলাদেশ সময় ১৭১০, মার্চ ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।