ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আবার চলচ্চিত্রে রুবেল

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১১

মার্শাল আর্ট হিরো হিসেবে খ্যাত নব্বুই দশকের জনপ্রিয় নায়ক রুবেল আবার চলচ্চিত্রে অভিনয় করছেন। প্রায় চার বছর পর তিনি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।



রুবেল অভিনীত সর্বশেষ ছবি শাহীন সুমন পরিচালিত ‘জমিদার’ মুক্তি পেয়েছিল প্রায় দুবছর আগে। দীর্ঘদিন পর তিনি আবার চলচ্চিত্রে ফিরেছেন। চুক্তিবদ্ধ হওয়া ছবিটির পরিচালক সাইমন তারিক, ছবির নাম এখনো চুড়ান্ত হয় নি। ছবিতে রুবেলের বিপরীতে অভিনয় করবেন নতুন একজন অভিনেত্রী। ছবির গানের রেকর্ডিং এরই মধ্যে শুরু হয়ে গেছে। আগামী মে মাসে ছবিটির শুটিং শুরু হবে।

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে রুবেল বললেন, আমি কখনোই বলি নি যে চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছি। চলচ্চিত্র থেকে দূরে ছিলাম আসলে পরিস্থিতি বুঝে ওঠার জন্য। এ সময় অনেক ছবির প্রস্তাবই এসেছে আমার কাছে। কিন্তু সাড়া দেই নি। এবার অনেকটা দর্শকদের চাপেই আবার চলচ্চিত্রে ফিরলাম। কারণ যেখানেই যাই সবারই এককথা, অভিনয় করছেন না কেন? দর্শকদের জন্যই আমার এই চলচ্চিত্রে ফেরা।

বাংলাদেশ সময় ২০১০, মার্চ ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।