ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

প্রতিবাদী জয়া আহসান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ৮, ২০১১

জয়া আহসান মানেই আলাদা কিছু। ব্যতিক্রমী নানা চরিত্রে অভিনয় করে তিনি হয়ে উঠেছেন নির্মাতাদের নির্ভরতার প্রতীক।

তাকে মাথায় রেখেই আজকাল অনেক নাট্যকার ও নির্মাতা চরিত্র নির্মাণ করছেন। এরকমই একটি নাটক ‘গন্তব্য জানা নাই’। নাটকের গল্প তাকে অবলম্বন করেই লেখা। এটি রচনা করেছেন জিনাত হোসাইন জুথি, পরিচালনায় রয়েছেন আলভি আহমেদ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান বলেন, প্রজ্ঞা নামের এক ভাগ্য বিড়ম্বিত ছাত্রীর প্রতিবাদী জীবনকে কেন্দ্র করে নাটকের গল্প । আমিই সেই ভাগ্য বিড়ম্বিত ছাত্রীটির ভূমিকায় আমি অভিনয় করেছি। আমাদের সমাজ-বাস্তবতায় একজন ছাত্রীকে নানাধরণের প্রতিকূলতার মধ্যে পড়তে হয়। কখনো কখনো অন্ধ আবেগে কারো কারো জীবনে নেমে আসে দুর্ঘটনা। কেবল নারী হওয়ার কারণেই তাকে পড়তে হয় বিপদে। পুরুষ প্রধান এই সমাজে এখনও নারীদের চলার পথ সুগম নয়। এখনও তাদের নানা অনিশ্চয়তার সম্মুখীন হতে হয়। এই বঞ্চনার প্রতিবাদ না করলে ঘটনাটা হয়তো ধামাচাপা পড়ে যায়। কিন্তু প্রতিবাদ করলেই মেয়েটি পড়ে যায় ভয়াবহ বিপদে। প্রজ্ঞা নামের প্রতিবাদী মেয়েটির জীবনেও নেমে আসে সেরকমই এক সঙ্কট। চরিত্রটিতে অভিনয় করে বেশ ভালো লেগেছে আমার।

‘গন্তব্য জানা নাই’ নাটকটি প্রধান চরিত্রে জয়া আহসান ছাড়া অন্যসব চরিত্রে অভিনয় করেছেন সজল, হিল্লোল, ওয়াহিদা মল্লিক জলি, যুথি ও আরো অনেকে।

বাংলাদেশ সময় ১৯০৫, মার্চ ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।