ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে বাপ্পা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১১

প্রতিটি শিল্পীই মানুষের ভালোবাসা ধন্য। তাই মানুষের জন্য কিছু করার আমি সব সময় অনুভব করি।

মানুষের জন্য কিছু করার কমিটমেন্ট নিয়েই সমাজের সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের পাশে এসে দাঁড়িয়েছি। এভাবেই জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদার নিজের অনুভূতির কথা জানালেন। রাজধানীর মোহাম্মদপুরের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত স্বপ্নপুরী স্কুলে ৮ মার্চ মঙ্গলবার দুপুরে দীর্ঘ সময় কাটান।

ঢাকা শহরের ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার জন্য পরিচালিত স্কুল স্বপ্নপুরী। স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠনটির উন্নয়নে এগিয়ে এসেছেন বাপ্পা মজুমদার।   তিনি প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্যএকটি তহবিল গঠনে সহায়তা করছেন।   স্বপ্নপুরী আয়োজিত একটি কনসার্টে তিনি ও তার ব্যান্ড দলছুট বিনাসম্মানীতে পারফর্ম করবেন বলে ঘোষণা দিয়েছেন। বাপ্পা মজুমদার স্বপ্নপুরী স্কুলটি পরিদর্শনের গিয়ে শিক্ষাথী সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে একান্ত কিছু সময় কাটান। শিশুদের লেখাপড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের খোঁজ-খবর নেন এবং শিশুদের পরিবেশিত গান ও অভিনয় উপভোগ করেন তিনি। শিশুদের আনন্দ দেয়ার জন্য তাদের নিয়ে গানও পরিবেশন করেন। এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নপূরী স্কুলের উপদেষ্টা সাংবাদিক আবদুলাহ হাসান ও সমন্বয়কারী এজাজ আহমেদ।

বাংলাদেশ সময় ১৬৪০, মার্চ ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।