ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নারী দিবসে ঐশ্বরিয়া রাইয়ের ‘প্রভোকড’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মার্চ ৬, ২০১১

আন্তর্জাতিক নারী দিবসে দেশটিভির পর্দায় হাজির হচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড সুপারস্টার ঐশ্বরিয়া রায় বচ্চন। ৮ মার্চ দুপুর ১২টা ১৫ মিনিটে এই চ্যানেলে প্রচার করা হবে ঐশ্বর্য অভিনীত প্রথম ইংরেজি চলচ্চিত্র ‘প্রভোকড’।

যুক্তরাজ্যভিত্তিক এই ছবিটির মাধ্যমেই হলিউডের ছবিতে ঐশ্বরিয়ার অভিষেক হয়েছিল। মুক্তির পর ছবিটি সারা বিশ্বেই ব্যাপক আলোচিত হয়। বলিউডের পর দুর্দান্ত অভিনয়ের জন্য এই ছবির মাধ্যমে হলিউডেও প্রশংসিত হন ঐশ্বরিয়া।

ঐশ্বর্য অভিনীত এ ছবির কাহিনী গড়ে উঠেছে যুক্তরাজ্যের সাউথহলে বসবাসরত এক নিপীড়িত গৃহবধূ কিরণজিৎ আলুওয়ালিয়ার দুঃসহ জীবনের চালচিত্র নিয়ে। মদ্যপ স্বামী এবং দুই সন্তান নিয়ে তার সংসার। প্রতিনিয়তই তাকে স্বামীর শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয়। একপর্যায়ে সহ্য করতে না পেরে স্বামীর গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। এতে তার স্বামীর মৃত্যু হয়। কিরণজিৎকে যেতে হয় জেলে।   সেখানে তার সঙ্গে পরিচয় হয় এক ককেশীয় মহিলার। এই মহিলা  জেলের সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। কিরণজিতের দুঃসহ জীবন কাহিনী শোনার পর তিনি তার অধিকার আদায়ে জেলের সবাইকে একত্রিত করেন এবং তার ভাইয়ের সাহায্যে কিরণজিতের জন্য সাউথহল আদালতে আপিল করেন। এই ঘটনা জানাজানির পর সাউথহল ব্ল্যাকসিস্টার নামে একটি সংগঠনও কিরণজিৎকে সাহায্য করতে এগিয়ে আসে। সবার সহযোগিতায় মুক্তি পান কিরণজিৎ। ফিরে আসেন সন্তানদের কাছে।

এরকমই এক নারীর জীবনযুদ্ধ নিয়ে গড়ে উঠেছে এই ছবির কাহিনী। উল্লেখ্য, ‘প্রভোকড’ ছবিটি মুক্তির পরপরই সারাবিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। জাগ মুন্ধ্রা পরিচালিত এ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্য রাই। আরো অভিনয় করেছেন নবীন এনড্রিউস, মিরান্ডা রিচার্ডসন, রবি কোলট্রেন, নন্দিতা দাস, রাজি জেমস, কারেন ডেভিড প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করেছেন এ. আর. রহমান। বিশ্ব নারী দিবসে বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি প্রচার করছে দেশটিভি।

বাংলাদেশ সময় ১৬৪০, মার্চ ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।