ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অন্য আলোর গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মার্চ ৩, ২০১১

প্রতিবন্ধীদের নিয়ে বৈশাখী টেলিভিশনের রিয়েলিটি শো ‘অন্য আলোর গান’। এবারই প্রতিযোগীরা প্রথম গাইছেন সুরযন্ত্রের সংযোজনে।

প্রতিবন্ধী শিল্পীদের এই সঙ্গীত প্রতিযোগিতা দেখানো হচ্ছে প্রতি শুক্র ও শনিবার রাত ৮ টা ৪৫ মিনিটে বৈশাখী টিভির পর্দায়।  

জীবনের শত প্রতিবন্ধকতা যখন স্বাভাবিক আবেগ-প্রেমকে প্রত্যাখান করেছে। তখন সুরের ভাঁজে দৃষ্টি প্রতিবন্ধী  সদানন্দ সরকার গেয়ে ওঠেন ‘চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর’। ‘বিশ্বাস বির্ল্ডাস অন্য আলের গান’ মঞ্চে সুরের আলো ছড়াতে সারা দেশ ঘুরে তুলে আনা হয়েছিল ৭১ জন স্বপ্রতিভ সঙ্গীত প্রতিযোগীকে। ওরা সবাই প্রতিবন্ধী । ৭১ থেকে ভাষা রাউন্ডে নির্বাচিত ৫২জন এবার লড়ছে একুশে রাউন্ডে টিকে থাকবার লড়াইয়ে।

প্রতি পর্বে ১০ জন শিল্পীর গান মঞ্চায়িত হচ্ছে সুরের তালে তালে। কিংবদন্তী মিডিয়ার এই আয়োজনে এ পর্বগুলোর বিচারক হিসেবে থাকছেন সন্দীপন, চন্দনা মজুমদার এবং ফাতেমাতুজ্জোহরা।

বাংলাদেশ সময় ১৬৩০, মার্চ ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।