ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চলচ্চিত্র নির্মাণে অনন্ত হীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ১, ২০১১

নাট্যনির্মাতা ও নির্দেশক অনন্ত হীরা প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাাণের কাজ শুরু করতে যাচ্ছেন। ‘ও আমার দেশের মাটি’ নামের এ ছবির শুভ মহরত অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ রাজধানীর হোটেল ঈশা খাঁতে।



‘ও আমার দেশের মাটি’ সম্পর্কে পরিচালক অনন্ত হীরা জানান, ত্রিভুজ প্রেমের ঘটনা নিয়ে এগিয়ে যাবে ছবিটির গল্প। সেই সঙ্গে আসবে মাতৃভূমি আর দেশপ্রেমের প্রসঙ্গ। আজকের প্রজন্মের দেশ নিয়ে ভাবনাও ছবিতে তুলে ধরার চেষ্টা থাকছে।

অনন্ত হীরার কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ‘ ও আমার দেশের মাটি’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাজ্জাক, সোহেল রানা, আমিন খান, মিশা সওদাগর, নূনা আফরোজ, তমা মির্জা প্রমুখ।

পরিচালক অনন্ত হীরা আশা করছেন অভিজ্ঞদের পাশাপাশ নবীন অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে তার প্রথম ছবি ‘ও আমার দেশের মাটি’ ভালো লাগবে তরুণ প্রজন্মের দর্শকদের।

বাংলাদেশ সময় ১৬৩০, মার্চ ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।