ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এবারের অস্কারজয়ীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১

সোমবার সকালে ৮৩তম অস্কার আসর বসেছিল হলিউডের কোডাক থিয়েটারে। অনেকে প্রতীক্ষার ফল জানার জন্য অনেক প্রতীক্ষায় ছিলেন সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীরা।

বাংলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো এবারের অস্কারজয়ীদের তালিকা:

সেরা ছবি    : দ্য কিংস স্পিচ
সেরা পরিচালক    : টম হুপার (দ্য কিংস স্পিচ)
সেরা অভিনেতা    : কলিন ফার্থ (দ্য কিংস স্পিচ)
সেরা অভিনেত্রী    : নাটালি পোর্টম্যান (ব্ল্যাক সোয়ান)
সেরা পার্শ্ব অভিনেতা: ক্রিস্টিয়ান বেল (দ্য ফাইটার)
সেরা পার্শ্ব অভিনেত্রী:  মেলিসা লিও (দ্য ফাইটার)
সেরা চিত্রনাট্য (রূপান্তরিত) : দ্য সোশ্যাল নেটওয়ার্ক (অ্যারন সরকিন)
সেরা চিত্রনাট্য (মৌলিক) : দ্য কিংস স্পিস (ডেভিড সিডলার)
সেরা বিদেশি ভাষার ছবি : ইন অ্যা বেটার ওয়ার্ল্ড (ডেনমার্ক)
সেরা অ্যানিমেটেড ছবি : টয় স্টোরি থ্রি
সেরা মৌলিক গান : উই বিলং টুগেদার (টয় স্টোরি থ্রি)  রেন্ডি নিউম্যান
সেরা সুরারোপ : দ্য সোশ্যাল নেটওয়ার্ক (ট্রেন্ট রেজনর, অ্যাটিকাস রস)
শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা : দ্য সোশ্যাল নেটওয়ার্ক (অ্যাংগাস ওয়াল, কার্ক বেক্সটার)
শ্রেষ্ঠ সিনোম্যাটোগ্রাফি : ইনসেপশন (ওয়েইলি ফিস্টার)
সেরা শব্দমিশ্রণ : ইনসেপশন (লরা হিরচবার্গ, গেরি এ রিজো, এডি নোভিক)
শ্রেষ্ঠ শব্দ সম্পাদনা : ইনসেপশন (রিচার্ড কিং)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস : ইনসেপশন (পল ফ্রাঙ্কলিন, ক্রিস কোরবল্ড, অ্যান্ড্রু লকলে, পিটার বেব)
সেরা শিল্প নির্দেশনা : অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড (রবার্ট স্ট্রর্মবার্গ, ক্যারেন ওহারা)
সেরা পোশাক পরিকল্পনা : অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড (কলিন অ্যাটুড)
শ্রেষ্ঠ রূপসজ্জা : দ্য উলফম্যান (রিক ব্যাকার, ডেভ এলসি)
সেরা তথ্যচিত্র ফিচার : ইসাইড জব
সেরা তথ্যচিত্র শর্ট সাবজেক্ট : স্ট্রেনজারস নো মোর
সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : গড অব লাভ
সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : দ্য লস্ট থিং

বাংলাদেশ সময় ১৭৩০, ফেব্রুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।