ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

লেটস মুভ বাংলাদেশ

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১

বিশ্বকাপ ক্রিকেটের জোয়ারে ভাসছে বাংলাদেশ। বিশ্বকাপের এই উন্মাদনায় চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘মিনি বিশ্বকাপ ক্রিকেট : লেটস মুভ বাংলাদেশ’।

অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন ফারজানা ব্রাউনিয়া। প্রচার হবে ২৪ ফেব্র“য়ারি বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে।

অনুষ্ঠানে বিশ্বকাপ ক্রিকেটের ১৪টি দলের ১৪ জন প্রতীকী অধিনায়কের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে একটি মিনি বিশ্বকাপ ক্রিকেট। অধিনায়কদের ভূমিকায় অংশ নিয়েছেন ১৪ জন তারকা : ইবরার টিপু, তপু, নওশিন নাহরীন, সায়েম, সেরাকণ্ঠ কোনাল ও তিথি, সংবাদ উপস্থাপক বাশার, লাক্স-চ্যানেল আই সুপারস্টার ফারিয়া, স্বর্ণা, তাজ্জি প্রমুখ। তাদের মধ্যে জমজমাট ক্রিকেট যুদ্ধ নিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

বাংলাদেশ সময় ০০৪৫, ফেব্রুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।