ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঢাকায় বলিউডের শিল্পী দল

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

বিশ্বকাপ ক্রিকেটের আনন্দে ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ‘ট্রাইনেশন বিগ শো’তে অংশ নেবার জন্য বলিউড থেকে শিল্পীদল ঢাকায় আসা শুরু করেছেন। ২৩ ফেব্রুয়ারি বুধবার রাতেই জেট এয়ারওয়েজের একটি চার্টার্ড বিমানে ঢাকা এসে গেছেন ১৫০ সদস্যের শিল্পী ও বাদকদল।

তাদের মধ্যে রয়েছেন রিয়া সেন, আনুশকা শর্মা এবং প্রীতম ও তার ব্যান্ড মেট্রো। তারা উঠেছেন রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে।

২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ব্যাংকক থেকে আসবেন বলিউড সুপারস্টার সালমান খান। সকালেই ভারতের চণ্ডীগড় থেকে অয় কুমার, মুম্বাই থেকে আলাদাভাবে বিশেষ বিমানে ক্যাটরিনা কাইফ ঢাকায় পা রাখবেন। তারিখ পরিবর্তিত হওয়ায় প্রিয়াঙ্কা চোপড়া শেষ পর্যন্ত কনসার্টে যোগ দিতে পারছেন না বলে জানা গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনুষ্ঠানটির আয়োজন করেছে এটিএন ইভেন্টস (এটিএন বাংলার একটি অঙ্গ প্রতিষ্ঠান)। তবে পুরো আয়োজনেই অব্যবস্থাপনা আর অনভিজ্ঞতার অভিযোগ করেছেন অনেকে। এতো বড় একটি আয়োজনের আগে কোনো প্রেস কনফারেন্স দূরে থাক, অনুষ্ঠানটি সম্পর্কে সাংবাদিকদের তথ্য দেওয়ার মতোও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ২৩ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টা পর্যন্ত সাংবাদিকদের জন্য কোনো প্রেস কার্ড ইস্যু করা হয়নি বলে জানা গেছে। এরকম অগোছালো অবস্থায় ‘ট্রাই-নেশন বিগ শো’ কনসার্টটি কতটুকু সফল হবে তা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময় ২২৩৫, ফেব্রুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।