ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আরটিভির লাইভে সুবীর নন্দী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

আরটিভির সাপ্তাহিক ফনোমিউজিক্যাল অনুষ্ঠান ‘বসুধা তোমার জন্য আমার এ গানে’ এবারের পর্বে অতিথি হয়ে আসছেন সঙ্গীতশিল্পী সুবীর নন্দী। দর্শকদের সঙ্গে সরাসরি কথোপকথনের পাশাপাশি তিনি শোনাবেন দর্শকদের অনুরোধের এবং তার নিজের পছন্দের কিছু জনপ্রিয় গান।



বিশেষ এই লাইভ অনুষ্ঠানে গান গাওয়া সম্পর্কে সুবীর নন্দী জানান, ‘গান রেকর্ড করে অনুষ্ঠানে প্রচারের চেয়ে সরাসরি টেলিভিশনে গান গাওয়া আমি বেশি পছন্দ করি। কারণ সরাসরি অনুষ্ঠানে দর্শকদের সাথে কথা বলে তাদের পছন্দ সম্পর্কে জানা যায়। আর বোঝা যায় আমাকে আসলে দর্শক কতখানি ভালোবাসে। অনুষ্ঠানে আমি আমার পছন্দমতো গান গাওয়ার সাথে সাথে দর্শকদের অনুরোধের গানও গাইবো। গানের পাশাপাশি আমার সঙ্গীতজীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বলব।

সামেয়র উপস্থাপনা ও তানিফ মাহমুদের প্রযোজনায় অনুষ্ঠানটি ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিটে প্রচারিত হবে।

বাংলাদেশ সময় ০০১৬, ফেব্রুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।