ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অনেকদিন পর টিভিনাটকে রুমানা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১১

রোমানার সব ব্যস্ততা এখন চলচ্চিত্র নিয়েই। টিভি নাটকে আজকাল তাকে দেখা যায় না বললেই চলে।

অনেকদিন পর রুমানা অভিনয় করলেন  চয়নিকা চৌধুরী পরিচালিত একটি নাটকে। সম্পূর্ণ নেপালে চিত্রায়িত এ নাটকের নাম ‘শেষ বিকেলে’।  

একটি অন্যরকম প্রেমের গল্প নিয়ে নাটকটি নির্মিত। সিজোফ্রোনিয়াতে আক্রান্ত এক যুবক তার মৃত প্রেমিকাকে নিয়ে গড়ে তোলে এক অলীক ভুবন। নেপালে বেড়াতে গিয়ে একটি পাহাড়ে মেঘ ধরতে গিয়ে মারা যায় রুমানা। কিন্তু তার প্রেমিক তা বিশ্বাস করে না। সে রুমানা নিয়ে গড়ে তোলে স্বপ্নের ভুবন। সেই স্বপ্নের ভুবনে রুমানা সব সময় তার পাশে থাকে।

নাটকে রুমানাকে দেখা যাবে অভিনেতা আরেফীন শুভর বিপরীতে। এতে আরো অভিনয় করেছেন রওনক হাসান ও তাহসিন। রুমানা জানালেন, চলচ্চিত্রকেই তিনি এ মুহূর্তে অগ্রাধিকার দিচ্ছেন। তবে ব্যতিক্রমী চরিত্র হলে মাঝেমধ্যে টিভিনাটকে অভিনয় করবেন।

মীর সামীর রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘শেষ বিকেলে’ নাটকটি শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

বাংলাদেশ সময় ১৫৩০, ফেব্রুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।