ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

৫০ পর্বে ম্যাডভাই

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

বাংলাভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ম্যাডভাই’ ৫০ পর্বে পদার্পণ করছে। মাসুম রেজার রচনা ও কাজী আমিরুল ইসলাম শোভার পরিচালনা এবং মাছরাঙা প্রডাকশন্সের প্রযোজনায় নির্মিত এ ধারাবাহিকটির ৫০তম পর্ব প্রচারিত হবে ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত রাত ৮টা ১৫ মিনিটে।



ধারাবাহিক নাটক ‘ম্যাডভাই’-এর নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। নাটকে জাহিদ হাসান এক বিচিত্র চরিত্রের মানুষ। তার পোশাক-পরিচ্ছদ, বাসস্থান, চাল-চলন, কথা-বার্তা সব কিছুই একজন স্বাভাবিক মানুষের চেয়ে ব্যতিক্রম। তিনি বিভিন্ন মজার কা- করে থাকেন, সাথে আয়োজন করেন বিভিন্ন প্রতিযোগিতার। এই মজার মজার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন গ্রামের সবাই।

নাটকটির অন্য চরিত্রে অভিনয় করেছেন শামীম জামান, আ খ ম হাসান, আলভী, হোমায়রা হিমু, শিরিন আলম, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শাহরিয়ার শুভ, জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী রাজু, খান আলম প্রমুখ।

সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিকটি।

বাংলাদেশ সময় ১৯১৫, ফেব্রুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।