ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অমর একুশে উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের সব টিভি চ্যানেলই প্রচার করছে বিশেষ অনুষ্ঠান মালা।
যার মধ্যে থাকছে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের পুস্পপস্তবক অর্পন কার্যক্রম সরাসরি সম্প্রচার।

২১ ফেব্রুয়ারির উল্লেখযোগ্য টিভি অনুষ্ঠান ও নাটক সময় সূচি দেয়া হলো।

এটিএন বাংলা

বেলা ১২টা ১৫ মিনিটে ভাষা সৈনিক আবদুল মতিনের উপর প্রামাণ্য অনুষ্ঠান ‘আলোর সিড়ি’ । পরিচালনা :  আসলাম শিকদার।

বিকেল ৫টা ১০ মিনিটে একুশে ফেব্র“য়ারির বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘পলাশের রঙে একুশের গান’। পরিচালনা : রুকসানা কবীর কাকলী।

রাত ৮টা ৪৫মিনিটে একুশে ফেব্র“য়ারির বিশেষ নাটক ‘আবার ফাল্গুন’। রচনা ও পরিচালনা : মামুনুর রশিদ। অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, ঋতু সাত্তার, শহীদুল মামুন, তমালিকা কর্মকার ও মামুনুর রশীদ।

রাত ১১টায় বাংলাদেশে অবস্থানরত ভিন্ন ভাষিদের নিয়ে একুশে ফেব্র“য়ারির বিশেষ অনুষ্ঠান ‘একুশে’। উপস্থাপনা : দিলারা খান, পরিচালনা : জ ই মামুন, প্রযোজনা : বিলাস খান।    

চ্যানেল আই

বিকাল ৩টায় মাতৃভাষা বিষয়ক বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘ভাষা জৈয়িতা’।

রাত ৭টা ৫০মিনিটে প্রচার হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলে বিশেষ নাটক ‘বিস্ময়’। বিপাশা হায়াত রচিত নাটকটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তাহসিন প্রমুখ।

এনটিভি

সকাল ১১টায় একুশে ফেব্রুয়ারির বিশেষ নাটক ‘পলাশের রঙ’। পরিচালনা : সুমন আনোয়ার। অভিনয় করেছেন ফারহানা মিলি, ইন্তেখাব দিনার প্রমুখ।
            
বিকাল ৫টা ৩০ মিনিটে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ তথ্যচিত্র ‘শহীদ মিনারের জীবনকথা’।             
বিকাল ৬টা ৪৫ মিনিটে মাতৃভাষা দিবসের বিশেষ টকশো  ‘সময়ের বাঙলা ভাষা’।                 
রাত ৯টায় একুশের বিশেষ নাটক  ‘না’।   নাট্যরূপ : সৈয়দ শামসুল হক, পরিচালনা : আশরাফী মিঠু। অভিনয়ে : হিল্লোল, ঈশিতা প্রমুখ।

আরটিভি

সকাল ৮টা ৩০ মিনিটে একুশের গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘বর্ণে বর্ণে রচিত’।

রাত ১২টা ৫ মিনিটে ভাষা দিবসের বিশেষ নাটক ‘ জাতিস্মর’। রচনা : আমিনুর রহমান মুকুল, পরিচালনা : আছেন সুমন আনোয়ার। ৫২’এর ভাষা আন্দোলনের প্রোপট নিয়ে নির্মিত ‘জাতিস্মর’ নাটকটিতে অভিনয় করেছেন-আহম্মেদ রুবেল, মাসুদ আলী খান, মহিউদ্দিন বাহার, তোফা হোসেন, জেবুন্নেসা হাসান টুনটুনি, আব্দুল হান্নান শেলী ও অয়ন চৌধুরী প্রমুখ।

বাংলাভিশন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘পটভূমি তার শহীদ মিনার’-এর বিশেষ পর্বের অতিথি ভাষা সংগ্রামী ও লেখক অধ্যাপক রফিকুল ইসলাম এবং ভাষা সংগ্রামী ও লেখক আহমেদ রফিক। অধ্যাপক মুনতাসীর মামুন-এর উপস্থাপনা ও মামুন খানের প্রযোজনায় ‘পটভূমি তার শহীদ মিনার’-এর শেষ পর্ব বাংলাভিশনে প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
 
দেশ টিভি

সকাল ৮টায় একুশের গানা নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘আমার-ই বাংলা ভাষা’।

দুপুর সোয়া ১২টায় একুশের বিশেষ আয়োজন ‘স্বরচিত কবিতা’ ।

দুপুর ১টা ৩০ মিনিটে বাংলা ছবি: জীবন থেকে নেয়া। চিত্রনাট্য ও পরিচালনা : জহির রায়হান। অভিনয়ে: রাজ্জাক, সুচন্দা, আনোয়ার, রওশন জামিল, রোজি প্রমুখ।

রাত ৮টা ১৫ মিনিটে ভাষা সৈনিকদের নিয়ে বিশেষ তথ্যচিত্র ‘আলোর পথ যাত্রী’।


রাত ৯টা ৪৫ মিনিটে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘আমার মায়ের ভাষা’। অংশগ্রহণকারী শিল্পী : সুবীর নন্দী, ফাতেমাতুজ জোহরা, ফাহমিদা নবী, সাদী মোহাম্মদ, ফেরদৌস আরা, রুমানা ইসলাম ও জাগনের শিল্পীদের সমাবেদ সঙ্গীত। উপস্থাপনা: প্রজ্ঞা লাবনী।

একুশে টিভি

সকাল ১০টায় একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা উপলে বিশেষ ডকু ড্রামা  ‘একুশের দিন বদলের স্বপ্ন’।

বিকাল ০৫টা ৩০ মিনিটে   মাতৃভাষা নিয়ে কবিতা পাঠের অনুষ্ঠান  ‘একুশের পঙক্তিমালা’।

রাত ৭ টা ৫০ মিনিটে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলে বিশেষ অনুষ্ঠান ’একুশের গান’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন প্রশান্ত দাশ কথা। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন রফিকুল আলম এবং আবিদা সুলতানা।

বাংলাদেশ সময় ১৮২০, ফেব্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।