ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বইমেলায় আফজাল হোসেনের কবিতার বই

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন লেখালেখি করেন দীর্ঘদিন। টিভির জন্য নাটক লেখার পাশাপাশি গল্প-উপন্যাস লিখেছেন।

সেই সঙ্গে লিখছেন কবিতা। এর আগে তার একগুচ্ছ কবিতা নিয়ে ‘তিন নারীর পাঠশালা’ নামে একটি কবিতার বই পাক্ষিক আনন্দ আলো পত্রিকার ঈদ সংখ্যার সঙ্গে পাঠকদের কাছে পৌছে দেয়া হয়। এবারে বইমেলায় সময় প্রকাশনী থেকে বেরিয়েছে আফজাল হোসেন কবিতার বই ‘ ‘শুধু একটাই পা’।

‘শুধু একটাই পা’ কবিতা গ্রন্থ সম্পর্কে আফজাল হোসেন জানান, প্রেম-বিরহ আর ঈর্ষা-ক্ষোভসহ সব ধরনের অনুভবের ওপর রচিত  ৯৭টি কবিতা রয়েছে এ বইটিতে। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ এবং অলঙ্করণের কাজও আফজাল হোসেন নিজেই করেছেন। নিজের নতুন কবিতার বই প্রসঙ্গে তিনি বলেন,  সেই ১৯৭২ সাল থেকেই কবিতা লিখছি। তবে নিয়মিত নয়, বিচ্ছিন্নভাবে। সচরাচর কবিতার বই যে রকম হয়, ‘শুধু একটাই পা,  তা থেকে একেবারেই আলাদা। যাদের কবিতা পড়ার অভ্যাস আছে, আশা করছি তাদের ভালো লাগবে।

এ পর্যন্ত আফজাল হোসেনের লেখা চারটি উপন্যাস ‘বিরহকাল’, ‘কানামাছি’, ‘কুসুম ও কীট’, ‘পারলে না রুমকি’; একটি গল্পগ্রন্থ ‘যুবকদ্বয়’ এবং একটি কবিতার বই ‘তিন নারীর পাঠশালা’ প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময় ১৬১৫, ফেব্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।