ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আরটিভিতে ওয়ার্ল্ড কাপ কার্নিভাল

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বিশ্বকাপ ক্রিকেট উপলে আরটিভিতে চলছে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে নিয়মিত সরাসরি  আয়োজন ‘ইস্পাহানি ওয়ার্ল্ড কাপ কার্নিভাল’। অনুষ্ঠানে প্রতিদিন যে খেলাগুলো অনুষ্ঠিত হবে সে খেলার দু দলের পরিচিতি তুলে ধরা হবে।

সেই সঙ্গে বিশ্বকাপের শেষ ম্যাচ নিয়ে থাকবে আলোচনা।

‘ওয়ার্ল্ড কাপ কার্নিভাল’-এর বিশেষ আকর্ষণ হিসেবে দেখানো হবে মুখোমুখি হওয়া দুই দলের আগের ম্যাচগুলোর গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ। অনুষ্ঠানে প্রতি পর্বে ক্রিকেট নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। দর্শকরা এসএমএস ও ফোনের মাধ্যমে অনুষ্ঠানে সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। দর্শকদের জন্য থাকছে কুইজের ব্যবস্থা।

শাহরিয়ার ইসলামের প্রযোজনায় ও মডেল ইমির উপস্থাপনায় অনুষ্ঠানটি আরটিভি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে প্রতিদিন দুপুর ১টা ১০ মিনিটে।

বাংলাদেশ সময় ২২০০, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।