ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

গান্ধীকে নিয়ে মঞ্চনাটক ‘মহাত্মা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

১৯৪৬ সালের ১০ অক্টোবর নোয়াখালীতে বেধেছিল দাঙ্গা। এর নেপথ্যে ছিল ভারতবর্ষের ঐক্য বিনষ্ট করার রাজনৈতিক উদ্দেশ্য।

সামরিক আক্রমণের কায়দার সকল যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। সেতু, রাস্তা, ডাকঘর নষ্ট করা হয়। পেট্রল ছড়িয়ে আগুন লাগানো হয় গ্রামের পর গ্রাম। ব্যাপক লুট, নরহত্যা, নারীহরণ, নারী নির্যাতন করা হয়।

মহাত্মা গান্ধীর কাছে এ সংবাদ পৌঁছতেই তিনি অস্থির হয়ে ওঠেন। অসুস্থ শরীরেই রওনা হন নোয়াখালী। সঙ্গী মাত্র দুজন। এখানে এসে তিনি অনুভব করেন যেন এক জ্বলন্ত আগুন তাঁকে ঘিরে রয়েছে।

গান্ধীজী হিংসার ঘোর অন্ধকারের মধ্যে আলোর সন্ধানে নামলেন। সমকালীন প্রোপটের ধারণায় ইতিহাসের সেই অবিস্মরণীয় অধ্যায়ের একটি অংশকে রূপক ঘটনার মাধ্যমে নাট্যরূপ হচ্ছে ‘মহাত্মা’।

নাটকটি রচনা ও নির্দেশনায় আছেন মাজহারুল হক পিন্টু।

এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে আজ ১৮ ফেব্র“য়ারি, শুক্রবার, সন্ধ্যা সাড়ে ৬টায়
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।

বাংলাদেশ সময় ০০৩০, ফেব্রুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।