ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পাশাপাশি নিপুণ ও রুমানা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

ঢালিউডের দুই নায়িকা নিপুণ ও রুমানা। দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে এই দুই নায়িকার অবস্থান।

এবার এই দুই নায়িকা প্রথমবার পাশাপাশি অভিনয় করেছেন এক ছবিতে। ছবির নাম ‘কাছের শত্রু’। ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে এফডিসির সাত নম্বর ফোরে শুভ মহরত অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হবে পাশাপাশি রুমানা ও নিপুণ অভিনীত প্রথম ছবি ‘কাছের শত্রু ’র কাজ।

প্রথমবারের মতো নিপুণের সাথে একই ছবিতে কাজ করা প্রসঙ্গে নায়িকা রুমানা বললেন, ছবিটির গল্প অনেক চমৎকার। পাশাপাশি নিপুণের সঙ্গে এর আগে আমি কোনো ছবিতে কাজ করিনি। পর্দায় আমাদের দুজনের একসঙ্গে উপস্থিতি দর্শক কীভাবে গ্রহণ করে, এটা দেখার আগ্রহ থেকেই মূলত নিপুণের সাথে একই ছবিতে কাজ করছি। আশা করি ভালো কিছুই হবে।

একই প্রসঙ্গে নায়িক নিপুণ বললেন, ছোটপর্দা থেকে এসে রুমানা নিজের যোগ্যতা দিয়েই বড়পর্দায় জায়গা করে নিয়েছেন। আশা করছি, আমাদের একসঙ্গে  কাজ করার অভিজ্ঞতা হবে মনে রাখার মতো।

টার্ম ইন্টারন্যাশনাল প্রযোজিত ‘কাছের শত্রু’ ছবিটিতে রুমানার বিপরীতে অভিনয় করছেন সম্রাট এবং নিপুণের বিপরীতে অভিনয় করবেন আমিন খান। কাহিনী লিখেছেন কমল সরকার। চিত্রনাট্য রচনা ও পরিচালনায় আছেন এম এ আউয়াল। ছবিটির সঙ্গীত পরিচালনা করছেন মিল্টন খন্দকার।

ছবিটি প্রসঙ্গে পরিচালক এম এ আউয়াল বলেন, গল্পের প্রয়োজনেই আমিন খান, সম্রাট, রুমানা ও নিপুণকে নেওয়া হয়েছে। আশা করি একটি সময়োপযোগী ছবি হবে। দর্শকের কাছেও গ্রহণযোগ্যতা পাবে।

সম্রাট ও রুমানা একসাথে এর আগে জুটি হয়ে কাজ করেছিলেন মনতাজুর রহমান আকবরের ‘রিক্সাওয়ালার ছেলে’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘মা আমার চোখের মণি’ ছবিতে। ‘কাছের শত্রু ’ ছবিটি এই জুটির তৃতীয় ছবি। আমিন খান ও নিপুণ প্রথম একসাথে অভিনয় করেন এফ আই মানিক পরিচালিত ‘পিতার আসন’ ছবিতে।

বাংলাদেশ সময় ১৬১৫, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।