ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

প্যারিস হিলটন মুসলমান হয়েছেন, হননি...

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

দেশে-বিদেশে খবর ছড়িয়েছে মুসলমান হয়েছেন হলিউডের খ্যাতিমান অভিনেত্রী প্যারিস হিলটন। বিভিন্ন ওয়েবসাইটে প্যারিসের হিজাব পরা ছবিও ছাপা হয়েছে।



বাংলাদেশে খবরটি ছড়িয়ে যায় জনপ্রিয় ব্লগসাইট সামহোয়্যারইনব্লগ-এর মাধ্যমে। এখানে মাথায় ওড়না দেওয়া প্যারিসকে দেখা যায় মোনাজাতের ভঙ্গিমায়। একটি লিংকও জুড়ে দেওয়া হয় খবরটির সাথে।

জিওইস্যু.ব্লগস্পট.কম (http://geoissue.blogspot.com) নামের খেলা, সঙ্গীত ও বিনোদনভিত্তিক নিউজ ব্লগটিতে লেখা হয়েছে, সিবিএস নিউজকে প্যারিস হিলটনের মুসলমান হওয়ার খবরটি জানিয়েছে এই অভিনেত্রীর মুখপাত্র ইয়ান ব্রিংকহাম।

খবরটিতে আরো লেখা হয়েছে, মুসলমান হওয়ায় তিনি তার আগের জীবনযাত্রা ছেড়ে  দেবেন। প্যারিস তার নাম পাল্টে রেখেছেন ‘তাহিরা’। আরবিতে এর অর্থ ‘পবিত্র’।

তবে ব্রিটেনের লন্ডনমুসলিমস.ব্লগস্পট.কম এই খবরটিকে গুজব হিসেবে উড়িয়ে দিয়ে পাঠকদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছে।

তবে ব্লগটিতে জানানো হয় যে, মিশরের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের আগে প্যারিস হিলটন পিরামিডের দেশে গিয়েছিলেন।

এই ব্লগটিতে এমন মন্তব্যও আছে : ‘হিলটনের হিজাব পরা ছবিটি ‘কাঁচা হাতে সম্পাদিত’ (পুওরলি এডিটেড)।

বাংলাদেশ সময় ২১৪৮, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।