ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ভ্যালেন্টাইন ডেটিংয়ে সবচে পছন্দ ক্যাটরিনা ও রণবীরকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বলিউড অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে বর্তমানে আলোচিত ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর। ভ্যালেন্টাইন ডে-র  ডেটিংয়ের সঙ্গী হিসেবে ভারতের তরুণ-তরুণীদের কাছেও এ দুজনের নাম সবার শীর্ষে।

সম্প্রতি এই জরিপটি প্রকাশ করেছে মুভি পোর্টাল ‘চকপকডটকম’। তবে এর নির্বাচনে দেখা গেছে শহীদ কাপুর ভারতীয় তারকাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়।

দিল্লি, বেঙ্গালুর, মুম্বাই, কলকাতা এবং চেন্নাইয়ের আড়াই হাজার তরুণ-তরুণীদের দুটি প্রশ্নের মাধ্যমে এ জরিপ পরিচালনা করে ‘চকপকডটকম’। ভ্যালেন্টাইন ডেটিংয়ে সঙ্গী হিসেবে রণবীর কাপুরকে চায় ৩৯.৪ শতাংশ তরুণী। এজন্য তিনি আছেন তালিকার শীর্ষে। এর পরের তালিকায় শহীদ কাপুর আছেন ৩৭.৭ শতাংশ ভোট পেয়ে। কদিন আগে অবন্তিকা মালিককে বিয়ে করা ইমরান খান ১৫.৯ শতাংশ ভোট পেয়ে আছেন তৃতীয় স্থানে।

তরুণদের সিংহ ভাগ ভোট পেয়ে এ তালিকার শীর্ষে আছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। তিনি পেয়েছেন ৩৫.৬ শতাংশ ভোট। এরপরই আছেন দীপিকা পাড়–কোন, পেয়েছেন ২২.৪ শতাংশ ভোট। পরে ক্রমান্নয়ে ১৭.৫ শতাংশ পেয়েছেন আনুশকা শর্মা, ১২.৪ শতাংশ ভোট পেয়েছেন সোনাম কাপুর এবং ১২.১ শতাংশ পেয়েছেন কারিনা কাপুর।

বাংলাদেশ সময় ১৮১০, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।